এক্সপ্লোর
IPL 2023 Qualifier 2: গিল থেকে সূর্য, শামি, গুজরাত-মুম্বই দ্বৈরথে নজরে এই ৫ তারকা
GT vs MI: একদিকে গিল, তো একদিকে সূর্যকুমার, মুম্বই, গুজরাত দুই দলেই তারকাদের ছড়াছড়ি।

গুজরাত-মুম্বই ম্যাচে নজরে যাঁরা
1/10

চলতি আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক শুভমন গিল। আজকের ম্যাচেই ফাফ ডুপ্লেসিকে পিছনে ফেলে অরেঞ্জ ক্যাপ তালিকার শীর্ষে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে শুভমনের সামনে।
2/10

তিনি চলতি আইপিএলে ৫৫.৫৪ গড় এবং প্রায় ১৫০ স্ট্রাইক রেটে ৭২২ রান করেছেন। গুজরাতের তারকা ওপেনার নিজের শেষ দুই ম্যাচে দুই শতরান হাঁকিয়েছেন। তিনি গুজরাতে ভরসার বড় কারণ।
3/10

টুর্নামেন্টের শুরুটাও একেবারই মনমতো করতে পারেননি তিনি। তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে, ততই সূর্যের প্রকাশ বেড়েছে।
4/10

১৫ ম্যাচে সূর্যকুমারের সংগ্রহে ৫৪৪ রান রয়েছে। একা হাতে যে কোনদিন যে কোনও ম্যাচের ছবি বদলে ফেলতে পারেন তিনি। তাই গুজরাতের ক্ষেত্রে তিনিই 'ডেঞ্জার ম্য়ান' হয়ে উঠতে পারেন।
5/10

রশিদ খানকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। বল হাতে তাঁর দক্ষতা বিশ্ববন্দিত। চলতি আইপিএলে ২৫ উইকেট নেওয়া রশিদ টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক।
6/10

তবে এ মরসুম ব্যাটার রশিদের দক্ষতারও সাক্ষী থেকেছে। একাধিক ম্যাচে গুজরাতের হয়ে শেষের দিকে ব্যাটে নেমে ঝড় তুলেছেন তিনি। তাই বল হাতে তো বটেই, ব্যাটার রশিদের দ্রুত কিছু রান ম্যাচে বদলে দিতে পারে।
7/10

অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে যে এবারের নিলামে টানাপোড়েন হবে, তাঁর পূর্বাভাস ছিলই। শেষমেশ বিরাট মূল্য়ে গ্রিনকে দলে নেয় মুম্বই।
8/10

তিনি কিন্তু ইতিমধ্যেই তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন। ব্যাট হাতে একটি শতরানসহ ৪২২ রান ও বল হাতে ছয় উইকেট, তারই পরিচয়বাহক।
9/10

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক মহম্মদ শামি। নতুন বল হাতে বারংবার শুরুতেই উইকেট নিয়ে বিপক্ষকে চাপে ফেলে দিয়েছেন শামি।
10/10

তাই গুজরাতকে হারাতে হলে মুম্বইয়ের টপ অর্ডারকে ২৬ উইকেট নেওয়া শামি-অস্ত্র ভোঁতা করা খুবই জরুরি।
Published at : 26 May 2023 01:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
