এক্সপ্লোর
IPL 2023 Qualifier 2: গিল থেকে সূর্য, শামি, গুজরাত-মুম্বই দ্বৈরথে নজরে এই ৫ তারকা
GT vs MI: একদিকে গিল, তো একদিকে সূর্যকুমার, মুম্বই, গুজরাত দুই দলেই তারকাদের ছড়াছড়ি।
গুজরাত-মুম্বই ম্যাচে নজরে যাঁরা
1/10

চলতি আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক শুভমন গিল। আজকের ম্যাচেই ফাফ ডুপ্লেসিকে পিছনে ফেলে অরেঞ্জ ক্যাপ তালিকার শীর্ষে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে শুভমনের সামনে।
2/10

তিনি চলতি আইপিএলে ৫৫.৫৪ গড় এবং প্রায় ১৫০ স্ট্রাইক রেটে ৭২২ রান করেছেন। গুজরাতের তারকা ওপেনার নিজের শেষ দুই ম্যাচে দুই শতরান হাঁকিয়েছেন। তিনি গুজরাতে ভরসার বড় কারণ।
Published at : 26 May 2023 01:49 PM (IST)
আরও দেখুন






















