এক্সপ্লোর
MS Dhoni: মহেন্দ্র সিংহ ধোনিকে একদা নির্বাসিত করার দাবি তুলেছিলেন বীরেন্দ্র সহবাগ! কিন্তু কেন?
Indian Premier League: ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ধোনির কর্মকাণ্ডের জেরেই তাঁকে নির্বাসিত করার দাবি উঠে।
ধোনির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছিলেন বীরু (ছবি: পিটিআই)
1/10

মহেন্দ্র সিংহ ধোনি, যে কোনও ক্রিকেটারের জন্য একজন আইডল।
2/10

তাঁর সাফল্য হোক বা মাঠে তাঁর আচরণ, বিশেষজ্ঞরা সবসময়ই তরুণদের তাঁকে অনুসরণ করার পরামর্শ দিয়ে থাকেন।
3/10

তবে আইপিএলের এক ঘটনাকে কেন্দ্র করে তাঁকে নির্বাসিত করার আবেদন জানান বীরেন্দ্র সহবাগ।
4/10

ঘটনাটি ঘটে ২০১৯ সালে সিএসকে বনাম রাজস্থান রয়্যালসের এক আইপিএল ম্যাচে।
5/10

ধোনি আম্পায়ারের এক সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে মাঠে ঢুকে পড়েন। আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়ান।
6/10

ধোনির এই ঘটনায় ম্যাচ রেফারি তাঁকে আধা ম্যাচের বেতন জরিমানা করেন।
7/10

তবে সহবাগের মতে ধোনি খারাপ উদাহরণ তৈরি করেছেন এবং একজন অধিনায়ক হয়ে এই কাজ করায় তাঁর আরও কঠিন শাস্তি প্রাপ্য ছিল।
8/10

সহবাগের মতে ধোনিকে অন্তত দুই বা তিন ম্যাচ নির্বাসিত করে উদাহরণ তৈরি করা উচিত ছিল।
9/10

কিন্তু শেষমেশ তা হয়নি। ধোনির কেবল বেতনই কাটা যায়।
10/10

বর্তমানে সহবাগ ধারাভাষ্য দিচ্ছেন এবং ধোনি এখনও ক্রিকেটার হিসাবে নিজের খেলা চালিয়ে যাচ্ছেন। ছবি: গেটি/ পিটিআই
Published at : 12 Apr 2025 10:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















