এক্সপ্লোর
IPL 2021: শক্তিশালী দিল্লিকে হারিয়ে প্লে অফের দিকে এক কদম এগোল কেকেআর

KKR_(1)
1/10

দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে স্বস্তি ফিরল কলকাতা নাইট রাইডার্স শিবিরে।
2/10

১১ ম্যাচের শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে চার নম্বরে কেকেআর।
3/10

প্লে অফের দৌড়েও ভালমতোই রইল শাহরুখ খান, জুহি চাওলার দল।
4/10

প্রথমে ব্যাট করে দিল্লি তুলেছিল ১২৭/৯।
5/10

বল হাতে সফল সুনীল নারাইন। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট। কেকেআর বোলারদের মধ্যে সবচেয়ে কৃপণ ক্যারিবিয়ান বিস্ময় স্পিনারই। শিকারের তালিকায় দিল্লির অন্যতম সেরা ব্যাটার শ্রেয়স আইয়ার।
6/10

রান তাড়া করতে নেমে কেকেআরের শুরুটা ভাল হয়েছিল। কিন্তু একটা সময় পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর।
7/10

১৫ ওভারের শেষে ৯৮/৫ হয়ে যায় স্কোর। ৩০ বলে জেতার জন্য ৩০ রান বাকি ছিল। শারজার উইকেটে যা বেশ কঠিন লক্ষ্য বলেই মনে করা হচ্ছিল।
8/10

টানটান পরিস্থিতিতে ব্যাট হাতেও খেলা ঘোরালেন নারাইন। দিল্লির সেরা পেসার কাগিসো রাবাডার এক ওভারে ২১ রান তুললেন। দুটি ছক্কার পাশাপাশি মারলেন একটি চার। ওই একটা ওভারেই ঘুরে গেল ম্যাচ।
9/10

রান পেয়েছেন নীতিশ রানা (৩৬ অপরাজিত), শুভমন গিল (৩০)। দিল্লি বোলারদের মধ্যে ৩ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট আবেশ খানের।
10/10

প্যাট কামিন্সের পরিবর্তে দলে আসা টিম সাউদিকে এদিন প্রথম একাদশে সুযোগ দিয়েছিল কেকেআর। ছবি - আইপিএল
Published at : 28 Sep 2021 10:35 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
