গতকাল আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে ৭৫ রানে হেরে যায় নাইটরা।
2/10
আন্দ্রে রাসেলের অলরাউন্ড পারফরম্যান্সও দলকে জেতাতে পারেনি। বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
3/10
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করে লখনউ ১৭৬ রান বোর্ডে তুলে নিয়েছিল। সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার কুইন্টন ডি কক। তাঁর ২৯ বলের ইনিংসে ছিল তিনটি ছক্কা ও চারটি বাউন্ডারি।
4/10
নাইট বোলারদের মধ্যে রাসেল ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন টিম সাউদি, সুনীল নারিন ও শিবম মাভি।
5/10
নাইটদের ব্যাটিং বিপর্যয় আরও একবার। ওপেনিং জুটি থেকে মিডল অর্ডার পুরো ফল্প। কিছুটা হাল ধরেছিলেন আন্দ্রে রাসেল।
6/10
নবম ওভারে তিনটি ছক্কা ও একটি বাউন্ডারি মারেন রাসেল। এই ওভারে হয় ২৫ রান। রাসেল যতক্ষণ ক্রিজে ছিলেন, কলকাতার জয়ের আশা ছিল। তিনি ফিরে যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ।
7/10
কলকাতা নাইট রাইডার্সের ইনিংস শেষ হয়ে যায় ১০১ রানে। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বানিম্ন রান কেকেআরের।
8/10
লখনউ সুপারজায়ান্টস দলের সবচেয়ে সফল বোলার আবেশ খান। তিনি ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। আবেশই ম্যাচের সেরা হন।
9/10
এই হারের সঙ্গে সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফের সম্ভাবনাও প্রায় বিশ বাঁও জলে।
10/10
ডি ককদের ব্যাটিং তাণ্ডব, নাইটদের ডেথ ওভারে খারাপ বোলিং, ফিঞ্চ, ঈন্দ্রজিৎ, নীতিশদের ব্যাটিং ব্যর্থতাই কাল হল কেকেআরের। ১১ ম্যাচে মাত্র ৪টি-তে জয় পেয়েছে শ্রেয়সের দল।