এক্সপ্লোর
Yuzvendra Chahal Record: প্রথম বোলার হিসাবে আইপিএলে এই কীর্তি গড়লেন চাহাল
IPL 2024: আইপিএলে ইতিহাস গড়লেন যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের স্পিনার গড়লেন নতুন মাইলফলক।

চাহালের নজির। - পিটিআই
1/10

আইপিএলে ইতিহাস গড়লেন যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের স্পিনার গড়লেন নতুন মাইলফলক।
2/10

প্রথম বোলার হিসাবে আইপিএলে দুশো উইকেট নিলেন হরিয়ানার লেগস্পিনার।
3/10

সোমবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে এই নজির গড়লেন চাহাল।
4/10

সোমবারের ম্যাচে মহম্মদ নবিকে ফেরাতেই আইপিএলে দুশো উইকেট হয়ে গেল চাহালের।
5/10

ম্যাচে বল করতে এসে প্রথম ওভারেই নবিকে কট অ্যান্ড বোল্ড করেন চাহাল। তাতেই হল নতুন কীর্তি।
6/10

আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় চাহালের অনের পিছনে, দুিয়ে রয়েছেন ডোয়েন ব্র্যাভো। ১৮৩ উইকেট রয়েছে প্রাক্তন ক্যারিবিয়ান তারকার।
7/10

চলতি আইপিএলে ৮ ম্যাচে ১৩ উইকেট হয়ে গিয়েছে চাহালের।
8/10

যশপ্রীত বুমরার সমসংখ্যক উইকেট নিয়েছেন চাহাল। তবে ইকনমি রেট ভাল হওয়ায় আপাতত পার্পল ক্যাপ রয়েছে বুমরার দখলে।
9/10

চাহালের কীর্তিকে কুর্নিশ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।
10/10

সোমবারের ম্যাচে ৪ ওভারে ৪৮ রানে এক উইকেট নেন চাহাল। - পিটিআই
Published at : 22 Apr 2024 10:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
