এক্সপ্লোর
IPL: এই দশকে আইপিএলে সর্বাধিকবার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন কারা?
Indian Premier League: আইপিএলে ২০২০ সাল থেকে সর্বাধিকবার ম্যাচ সেরা হয়েছেন এঁরা।

আইপিএলে একাদমে ম্যাচ জেতাতে পটু এঁরা (ছবি: পিটিআই)
1/12

ব্যাটিং, বলিং, ফিল্ডিং, তিন বিভাগেই তিনি অনবদ্য। বর্তমান বিশ্বে রবীন্দ্র জাডেজার মতো অলরাউন্ডার খুঁজে পাওয়া বেশ কঠিন।
2/12

নিজের দিনে একাই ম্যাচ জেতাতে সক্ষম জাড্ডু। তার প্রমাণ এই পরিসংখ্যানে স্পষ্টভাবেই পাওয়া যায়। জাডেজা এ দশকের আইপিএলে ছয় বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।
3/12

বিরাট কোহলির পর একমাত্র ক্রিকেটার হিসাবে এক আইপিএল মরসুমে চারটি শতরান করার রেকর্ড রয়েছে জস বাটলারের দখলে।
4/12

তিনি আইপিএলে যুগ্মভাবে চতুর্থ সর্বাধিক ছয় বার ম্যাচ সেরা হয়েছেন।
5/12

ভারতীয় টি-টোয়েন্টি দল থেকে বহুদিন বাদ পড়েছেন, তবে শিখর ধবন প্রতি বছরই আইপিএলে প্রমাণ করে দিচ্ছেন তাঁর মধ্যে ক্রিকেটটা এখনও ফুরিয়ে যায়নি।
6/12

বাটলার, জাডেজার মতো ধবনও ছয়বার ম্য়াচ সেরার পুরস্কার নিজের ঘরে তুলেছেন।
7/12

মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে এক মরসুমে আইপিএলে সাতশো রানের গণ্ডি টপকেছেন শুভমন গিল। তাঁকে ভারতের ভবিষ্যত বলে মনে করেন অনেক বিশেষজ্ঞই।
8/12

সেই গিলই ২০২০ সাল থেকে আইপিএলে তৃতীয় সর্বোচ্চ সাত বার ম্যাচ সেরা হয়েছেন।
9/12

এ মরসুমটা লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক কেএল রাহুলের জন্য় ভাল কাটেনি। তবে তাঁর বিগত তিন মরসুমটা অনেকটা স্বপ্নের মতোই ছিল।
10/12

ধারাবাহিক পারফরম্যান্সে বারংবার দলকে ম্যাচ জিতিয়েছন রাহুল। ম্য়াচ সেরাও হয়েছেন আট বার।
11/12

বিগত তিন বছরে আইপিএলের মঞ্চ যেসব তারকাদের জন্ম দিয়েছে, তাঁদের অন্যতম হলেন রুতুরাজ গায়কোয়াড়।
12/12

বিরাট বা রোহিত নন, এই তালিকায় তিনিই সবার শীর্ষে রয়েছেন। ২০২০ সাল থেকে রুতু এখনও পর্যন্ত সর্বাধিক ১০ বার ম্যাচ সেরা হয়েছেন। তিনি এ মরসুমের প্রথম কোয়ালিফায়ারেও ম্যাচ সেরা নির্বাচিত হন।
Published at : 25 May 2023 11:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
