এক্সপ্লোর
Ind vs Eng: টিমগেমেই সাফল্য, ১১ ভারতীয়র হাত ধরেই লর্ডসে দুরন্ত জয়
india_thumbnail
1/9

ম্যাচে উইেকট পাওয়ার পর ইশান্ত শর্মার উল্লাস। সঙ্গী সতীর্থ কে এল রাহুল।
2/9

পেস তারকা মহম্মদ সিরাজ ছিলেন পুরো ম্যাচ জুড়েই স্বপ্রতিভ। ম্যাচে ৮ উইকেট নেন তিনি।
3/9

ইশান্ত ম্যাচে ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন তিনি।
4/9

লর্ডসে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। ১-০ ব্যবধানে সিরিজেও এগিয়ে গেল তারা।
5/9

উইকেট পাওয়ার পর মহম্মদ সিরাজকে ঘিরে উচ্ছ্বাস ভারতীয় ক্রিকেটারদের।
6/9

মহম্মদ শামি লর্ডসে ব্যাটিং বিক্রম দেখালেন। ৫৬ রানে দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন তিনি।
7/9

ম্যাচে ভারতের প্রথম ইনিংসে শতরান হাঁকালেন ভারতীয় ওপেনার কে এল রাহুল। ১২৯ রানের ইনিংস খেলেন তিনি।
8/9

ভারতের পেস ব্যাটারি বিদেশের মাটিতে ২২ গজে ঝড় তুলল। ইশান্ত, বুমরা, শামি, সিরাজরা ইংল্য়ান্ড ব্যাটিংকে দাঁড়াতেই দেননি।
9/9

বরাবরই অগ্রাসী বিরাটকে এদিনও দেখা যায় প্রতি মুহূর্তে দলের সতীর্থদের উদ্বুদ্ধ করে যাচ্ছেন।
Published at : 17 Aug 2021 07:26 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















