এক্সপ্লোর
Sarfaraz Khan: ১২ বছর বয়সে স্কুল ক্রিকেটে রেকর্ড, উপেক্ষার জবাব দিলেন ব্যাটেই
IND vs ENG: জাতীয় দলের জার্সিতে অভিষেকেই হইচই ফেলে দিয়েছেন সরফরাজ খান।
Sarfaraz Khan
1/9

সরফরাজ খানের বয়স তখন ১২। মুম্বইয়ের স্কুল ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করতে শুরু করে দিয়েছে। হ্যারিস শিল্ডে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের নজির গড়ে হইচই ফেলে দিয়েছে। ৪৩৯ রানের সেই ইনিংস তখন সংবাদ শিরোনামে। সেই থেকেই ক্রিকেট মহলে সকলের কাছে পরিচিত নাম হয়ে ওঠা। বালক সরফরাজ সেই সময়ই এক সাক্ষাৎকারে বলেছিল, ‘আমার বাবা বলেছে সচিন তেন্ডুলকরের রান পেরিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত।’
2/9

হ্যারিস শিল্ডে সেই ইনিংসের ঠিক ১৪ বছর, তিন মাস ও দশ দিন পরে, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটালেন সরফরাজ। ছোট থেকে নানা প্রতিকূলতা পেরতে হয়েছে। আর সব ঝড় ঝঞ্ঝায় পাশে থেকেছেন বাবা নওশাদ খান। যিনি সরফরাজের প্রথম কোচও।
Published at : 16 Feb 2024 12:00 PM (IST)
আরও দেখুন






















