এক্সপ্লোর
Suresh Raina Record: কেন 'মিস্টার আইপিএল' বলা হয় রায়নাকে? এই ৫ রেকর্ডেই মিলবে প্রমাণ
Suresh Raina: গত মরসুমে শেষবার আইপিএলে খেলতে দেখা গিয়েছিল তাঁকে, এ মরসুমে অবশ্য কেউ সুরেশ রায়নাকে দেল নেননি। তবে আইপিএলের অতীত রেকর্ডই রায়নার 'মিস্টার আইপিএল' হওয়ার স্বপক্ষে প্রমাণ দেয়।
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন রায়না (ছবি: আইপিএল)
1/9

দুই বছর আগে স্বাধীনতা দিবসের দিন বন্ধু মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে একইদিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সুরেশ রায়না।
2/9

আজ সম্পূর্ণরূপে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন প্রাক্তন ভারতীয় মিডল অর্ডার ব্যাটার।
Published at : 06 Sep 2022 04:19 PM (IST)
আরও দেখুন






















