এক্সপ্লোর
sachin tendulkar: উইম্বলডনের মঞ্চে নজর কাড়লেন সচিন, স্টোকস, রুটদের থেকে কুড়োলেন অভিবাদন
Wimbledon 2024: আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয় "সেন্টার কোর্টে আপনাকে স্বাগত জানাতে পেরে খুব ভালো লাগছে।' সচিন নিজেও হাত নেড়ে হাততালি কুড়িয়ে নেন।
সচিন তেন্ডুলকর (ছবি ইনস্টাগ্রাম)
1/7

উইম্বলডনের মঞ্চে সচিন তেন্ডুলকর। বেইজ রঙের স্যুট পরিহিত, তেন্ডুলকার, তার মুখে হাসি নিয়ে, সেন্টার কোর্টে দেখা যায় তাঁকে। সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর।
2/7

আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয় "সেন্টার কোর্টে আপনাকে স্বাগত জানাতে পেরে খুব ভালো লাগছে।' সচিন নিজেও হাত নেড়ে হাততালি কুড়িয়ে নেন।
Published at : 06 Jul 2024 11:36 PM (IST)
আরও দেখুন






















