এক্সপ্লোর
Facebook Blue Tick: ফেসবুকের ব্লুটিক পেতে লাগতে পারে ৩-৬ দিন, আরও বেশি সময় লাগবে এঁদের
Facebook Blue Tick Process: টুইটারের পর এবার ফেসবুকেও চলে এসেছে ব্লু-টিক। প্রোফাইল যাচাইয়ের পর এই টিক চিহ্ণ পেতে পারেন আপনি।
1/8

টুইটারের পর ফেসবুকও চলে এসেছে ব্লু-টিক। প্রোফাইল যাচাইয়ের পর এই টিক চিহ্ণ পেতে পারেন আপনি। জেনে নিন, এই নীল চিহ্ন পেতে কী করতে হবে আপনাকে।
2/8

আজকাল মাইক্রোব্লগিং ওয়েবসাইটে ব্লু টিক ট্রেন্ডিংয়ে রয়েছে। টুইটারের পর ফেসবুকেও আসছে ব্লু-টিক অপশন। টুইটার, ইনস্টাগ্রাম ছাড়াও, Facebook ব্যবহারকারীরাও তাদের অ্যাকাউন্টটি নীল টিক দিয়ে যাচাই করতে পারেন।
Published at : 18 Oct 2022 09:19 PM (IST)
আরও দেখুন





















