এক্সপ্লোর
Jio & Airtel Plan Hike: জিও, এয়ারটেলের কোন প্ল্যানে কত খরচ পড়বে আজ থেকে ? দেখে নিন তালিকা
Jio And Airtel Recharge Plan Hike: জিও ও এয়ারটেলের নয়া রিচার্জ প্ল্যানের তালিকা আজ থেকে সক্রিয় হচ্ছে। কোন সিমের ক্ষেত্রে কেমন খরচ পড়বে ? দেখে নিন বিশদে।
(প্রতীকী ছবি ঋণ - পিটিআই)
1/10

আজ থেকে ট্যারিফ বাড়ছে জিও ও এয়ারটেল দুই সংস্থারই।(প্রতীকী ছবি ঋণ - ফ্রিপিক))
2/10

জিওর রিচার্জ প্ল্যানের ট্যারিফ বেড়েছে প্রায় ২১ থেকে ২৬ শতাংশ। (প্রতীকী ছবি ঋণ - পিটিআই)
3/10

এর ঠিক পরের দিনই এয়ারটেল তাদের নতুন রিচার্জ প্ল্যান ঘোষণা করে। (প্রতীকী ছবি ঋণ - পিটিআই)
4/10

তার পর দিন আরেকটি টেলিকম সংস্থা ভোডাফোনও নয়া প্ল্যান ঘোষণা করেছে। যদিও ভোডাফোন আইডিয়ার প্ল্যান চালু হবে ৪ জুলাই থেকে। (প্রতীকী ছবি ঋণ - পিটিআই)
5/10

এয়ারটেল ও জিও উভয়ের প্ল্যান আজ অর্থাৎ ৩ জুলাই থেকে শুরু হচ্ছে। (প্রতীকী ছবি ঋণ - পিটিআই)
6/10

কার প্ল্যানে এই মুহূর্তে রিচার্জ করলে কত খরচ পড়তে পারে, তা দেখে নিন নিচের তালিকা থেকে। প্রতিটি রিচার্জেরই বিশদ তালিকা দেওয়া হল। (প্রতীকী ছবি ঋণ - পিটিআই)
7/10

জিও-তে ২৮ দিনে ২০৯ টাকায় প্রতিদিন ১ জিবি ডেটার প্ল্যান বর্তমানে ২৪৯ টাকা। ২৩৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটার প্ল্যানটির বর্তমান দাম ২৯৯ টাকা। ২৯৯ টাকায় প্রতিদিন ২ জিবি ডেটার প্ল্যানটির বর্তমান দাম ৩৪৯ টাকা। (প্রতীকী ছবি ঋণ - পিটিআই)
8/10

৮৪ দিনের জন্য ৬৬৬ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটার প্ল্যানটি বর্তমানে ৭৯৯ টাকা। ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটার প্ল্যানটি বর্তমানে ৮৫৯ টাকা। (প্রতীকী ছবি ঋণ - পিটিআই)
9/10

এয়ারটেলে ২৮ দিনের প্ল্যানে ২৬৫ টাকার প্ল্যানের দাম হল ২৯৯ টাকা। ২৯৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটার প্ল্যানটির দাম হল ৩৪৯ টাকা।
10/10

অন্যদিকে ৮৪ দিনের প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটার প্ল্যানের দাম হল ৮৫৯ টাকা। ৮৩৯ টাকার প্ল্যানটির দাম হল ৯৭৯ টাকা। (প্রতীকী ছবি ঋণ - পিটিআই)
Published at : 03 Jul 2024 11:43 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























