এক্সপ্লোর
মোটোরোলার পর শাওমি, ২০০ মেগাপিক্সেলের রেডমি ফোন লঞ্চের সম্ভাবনা
Redmi K50S Pro: রেডমি কে৫০এস প্রো ফোনে সম্ভবত ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে।

২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন
1/10

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে লঞ্চ হতে পারে শাওমির প্রথম ফোন রেডমি কে৫০এস প্রো।
2/10

অনুমান করা হচ্ছে রেডমি ‘কে’ সিরিজের ফোন রেডমি কে৫০এস প্রো ফোনে এই ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে। যদিও আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি।
3/10

রেডমির এই ফোনে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
4/10

এছাড়াও এই ফোনে ১২০ ওয়ায়টের ফাস্ট চার্জিং ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে থাকতে পারে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি।
5/10

ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে অর্থাৎ রেয়ার ক্যামেরা সেটিংসে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে আরও দুটো ক্যামেরা সেনসর থাকবে।
6/10

এই ফোনে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
7/10

রেডমি কে৫০এস প্রো ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লেও থাকার সম্ভাবনা রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
8/10

এছাড়াও থাকতে পারে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং স্টিরিও সাউন্ট এফেক্ট- সহ ডুয়াল স্পিকার।
9/10

এছাড়াও ডিসপ্লের উপর থাকতে পারে এইচডিআর১০+ সাপোর্ট। ভাল মানে ভিডিও দেখার ক্ষেত্রে এই ফিচার সহায়ক হবে।
10/10

অ্যান্ড্রয়েড ১২ এবং MIUI 13- এর সাহায্যে পরিচালিত হতে পারে রেডমির এই ফোন। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে রেডমি কে৫০এস প্রো ফোন।
Published at : 30 Jul 2022 07:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
