এক্সপ্লোর
Skoda Slavia: নজর কাড়বে শৌখিন অন্দরসজ্জা, রয়েছে দুরন্ত সুরক্ষাও
ফাইল চিত্র
1/8

যত নতুন গাড়িই আসুক। ক্রেতাদের কাছে কমে না সেডানের চাহিদা। সেই বাজারকে লক্ষ্য করেই স্কোডা আনল তাদের নতুন সেডান স্লাভিয়া। ২৮ ফেব্রুয়ারি বাজারে এসেছে স্লাভিয়ার টার্বো পেট্রোল ইঞ্জিনের মডেল 1.0l TSI. স্কোডা কুশাকের প্ল্যাটফর্মেই তৈরি হয়েছে স্লাভিয়া।
2/8

যত্ব নিয়ে তৈরি হয়েছে গাড়ির হেডল্যাম্প এবং গ্রিল। ক্রোম ডিজাইনের মাধ্যমে নজরকাড়া করে তোলা হয়েছে গোটা বিষয়টি। স্লাভিয়ায় চোখ টানবে টেল ল্যাম্পের ডিজাইনও। দারুণ বিল্ড কোয়ালিটির সঙ্গে দুরন্ত paint finish এনেছে স্লাভিয়ায়।
Published at : 28 Feb 2022 01:34 PM (IST)
আরও দেখুন






















