এক্সপ্লোর
Smartphone Charging Speed: চার্জ হতে সময় লাগছে প্রচুর? তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে গরম হচ্ছে স্মার্টফোনও? কেন?
Smartphone Heating Up: বাড়ছে গরম। এখনই তাপমাত্রা কমার কোনও আশা নেই। কিন্তু নিত্যপ্রয়োজনীয় ফোনও সেই সঙ্গে হচ্ছে গরম? চার্জ হতেও সময় নিচ্ছে বেশি? কারণ জানেন?
ছবি সৌজন্য: পিক্স্যাবে
1/10

তীব্র দাবদাহে জ্বলছে শহরবাসী। গোটা দেশেই প্রায় গরম মারাত্মক। এই সময়ে একাধিক স্মার্টফোন ব্যবহারকারীর খুব সাধারণ সমস্যা, চার্জ হওয়া নিয়ে। কারও ক্ষেত্রে ফাস্ট চার্জার ব্যবহার করেও দ্রুত চার্জ হচ্ছে না, কারও আবার ফোন পুরোপুরি চার্জ হচ্ছে না। কিন্তু গরমকালে কেন এমন সমস্যা হয়? ছবি: পিক্স্যাবে / পেক্সেলস
2/10

যে গরমে মানুষের প্রাণই ওষ্ঠাগত হচ্ছে, সেই তাপমাত্রায় যন্ত্রের যন্ত্রণা তো থাকবেই। গ্রীষ্মে বাইরের তাপমাত্রা এতটাই বেড়ে যায়, যার ফলে ঘরের সাধারণ তাপমাত্রাও বেড়ে যায়। সেই কারণে একটানা গরমের সময়ে কোনও ওয়েবসাইট খোলার মতো সাধারণ কাজেও ফোন গরম হয়ে যেতে পারে। ছবি: পিক্স্যাবে / পেক্সেলস
Published at : 29 Apr 2024 07:33 AM (IST)
আরও দেখুন






















