ট্রেনের মধ্যে হাসপাতাল বানাল ভারতীয় রেল। যা বিশ্বের মধ্যে প্রথম। রেল সূত্রে খবর, যার নাম লাইফ লাইন এক্সপ্রেস।
2/8
লাইফ লাইন এক্সপ্রেস তথা জীবন রেখা এক্সপ্রেসে আছে দুটো অপারেশন থিয়েটার, পাঁচটা অপারেটিং টেবিল এবং বাকি প্রয়োজনীয় পরিষেবা পাওয়া যাবে। অসমের বাদারপুরে আছে এই ট্রেন। বিনামূল্যে চিকিৎসা করা হচ্ছে এখানে।
3/8
জীবন রেখা এক্সপ্রেস ১৯৯১ সালে তৈরি হয়। সারা দেশের মানুষদের জন্য চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। বিশেষত যারা প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা তাঁদের প্রাধান্য দেওয়া হয়।
4/8
ট্রেনের প্রতিটি কোচে আছে বাতানুকূল যন্ত্র। আছে রান্নাঘর, ওয়াটার পিউরিফায়ার, গ্যাস স্টোভ, ইলেক্ট্রিক ওভেন।
5/8
দন্ত চিকিৎসা, এক্স রে, ল্যাবরেটরি আছে ট্রেনে। অডিটোরিয়ামে আছে এলসিডি স্ক্রিন।
6/8
স্বাস্থ্য পরিষেবা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে ট্রেন। বিশেষত যেখানে চিকিৎসা পরিষেবা অনুন্নত।
7/8
কোনও জায়গায় ২১ থেকে ২৫ দিন থাকে ট্রেন। ৫ থেকে বরাক উপতক্যায় আছে ট্রেন। থাকবে ২৪ জানুয়ারি পর্যন্ত।
8/8
এই ট্রেনের একাধিক ছবি ট্যুইটারে পোস্টে করেছে রেল মন্ত্রক।