উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধিতে নোট জাল করা, জাল নোট কাছে রাখা, তা দিয়ে লেনদেন, তা নেওয়া এবং বাজারে ছাড়া বা অন্য কোনও ভাবে এ কাজে মদত দেওয়া শাস্তিযোগ্য অপরাধ।
3/9
নোটগুলি চিহ্নিত করার ক্ষেত্রে আরও কিছু বৈশিষ্ট্য যুক্ত করা যায় কিনা, তাও বিবেচনা করে দেখছে রিজার্ভ ব্যাঙ্ক।
4/9
জাল নোটের কারবারীদের ধরার ক্ষেত্রে সাহায্য করতে সাধারণ মানুষকে লেনদেনের ক্ষেত্রে সচেতন হওয়ার আর্জি জানিয়েছে আরবিআই।
5/9
ব্যাঙ্কনোটের সুরক্ষা সংক্রান্ত বৈশিষ্ট্যগুলি আরবিআই-এর ওয়েবসাইটে রয়েছে।
6/9
রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, ৫০০ ও ১০০০ টাকার মতো বেশি অঙ্কের নোট যাতে জাল করা সম্ভব না হয়, তারজন্য শক্তিশালী নিরাপত্তা সংক্রান্ত বৈশিষ্ট্য রাখা হয়েছে। সেজন্য ভালো করে খতিয়ে দেখলেই জাল নোট চিহ্নিত করা সম্ভব।
7/9
এজন্য কেন্দ্রীয় ব্যঙ্ক নোট ভালো করে যাচাইয়ের পর তা গ্রহণ করার পরামর্শ দিয়েছে।রিজার্ভ ব্যাঙ্কের স্পষ্ট বার্তা,পকেটে পোরার আগে নোট ভালো করে খতিয়ে দেখাটা অভ্যাসে করে ফেলতে হবে।
8/9
রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, কিছু দুষ্কৃতীর দৈনন্দিন লেনদেনের সময় জাল নোট চালিয়ে দেওয়ার বিষয়টি নজরে এসেছে। সাধারণ মানুষের সহজ-সরল মানসিকতার ফায়দা নিয়ে দুষ্কৃতীরা এই কাজ করছে।
9/9
দেশের অর্থনীতিতে ৫০০ ও ১০০০ টাকার জাল নোটের রমরমা উদ্বেগ ছড়িয়েছে। এই অবস্থায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) লেনদেন সময় ভালো করে নোটগুলি খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে।