এক্সপ্লোর
Ankit Rajpoot Retires: আচমকা অবসর ঘোষণা কেকেআরে খেলা ক্রিকেটারের, মাত্র ৩১ বছর বয়সে!
IPL 2025: আচমকা অবসর ঘোষণা করলেন উত্তর প্রদেশের পেসার অঙ্কিত রাজপুত। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়ে অবসর ঘোষণা করেছেন তিনি।

ভারতীয় ক্রিকেট থেকে সরে গেলেন অঙ্কিত। - ইনস্টাগ্রাম
1/10

আচমকা অবসর ঘোষণা করলেন উত্তর প্রদেশের পেসার অঙ্কিত রাজপুত। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়ে অবসর ঘোষণা করেছেন তিনি।
2/10

অঙ্কিত আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। পাশাপাশি চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের মতো দলেও খেলেছেন।
3/10

মাত্র ৩১ বছর বয়সে অঙ্কিতের অবসরের সিদ্ধান্ত জেনে স্তম্ভিত সকলে। আলোচনা শুরু হয়ে গিয়েছে অঙ্কিতের সিদ্ধান্তের নেপথ্যের কারণ নিয়ে।
4/10

তবে অঙ্কিত জানিয়েছেন, শুধু ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। অন্যত্র তাঁকে ক্রিকেট খেলতে দেখা যাবে বলেও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি।
5/10

অঙ্কিতের পোস্টেই ইঙ্গিত যে, তিনি ভিনদেশে ক্রিকেট খেলবেন। বলাবলি হচ্ছে, অন্য দেশে টি-২০ টুর্নামেন্ট খেলার বা অন্য কোনও দেশের প্রতিনিধিত্ব করার প্রস্তাব পেয়েই হয়তো ভারতীয় ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত অঙ্কিতের।
6/10

চলতি মরশুমেই উত্তর প্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন অঙ্কিত। তবে দুই ম্যাচ খেলে কোনও উইকেট পাননি তিনি।
7/10

সব মিলিয়ে ৮০টি প্রথম শ্রেণির ম্যাচে ২৪৮ উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি লিস্ট এ (ঘরোয়া ওয়ান ডে) ম্যাচে ৭১ ও টি-২০ ম্যাচে ১০৫টি উইকেট রয়েছে।
8/10

কেকেআরে ২০১৬ ও ২০১৭ সালে খেলেছিলেন অঙ্কিত। নেন ৭টি উইকেট। শাহরুখ খানের দলের হয়ে মোট ৯টি ম্যাচ খেলেন।।
9/10

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত কেরিয়ার তাঁর জীবনের সোনালি অধ্যায় বলে জানিয়েছেন অঙ্কিত। ধন্যবাদ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড, উত্তর প্রদেশ ক্রিকেট বোর্ড, আইপিএলে যে সমস্ত দলের হয়ে খেলেছেন, সকলকে।
10/10

আইপিএল নিলামে দল পাননি। এরপর অঙ্কিত কোন দেশে বা কোন টুর্নামেন্টে যোগ দেন, দেখার অপেক্ষায় অধীর হয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ছবি - অঙ্কিত রাজপুতের ইনস্টাগ্রাম
Published at : 17 Dec 2024 08:39 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
