ব্রাজিলের মিস বুমবুম খেতাব পেয়েছেন তিনি। দেশের সবচেয়ে নিখুঁত মেয়েকেই এমন শিরোপা দেওয়া হয়ে থাকে ব্রাজিলে। সব ছবি ইনস্টাগ্রামের সৌজন্যে
2/10
বার্সেলোনার টি শার্টে তাঁর ছবি দেখেও তাজ্জব কোর্টেজের ইনস্টাগ্রাম ফলোয়াররা।
3/10
তবে তাঁর ভক্তরা বিনোদনের খোরাক পেয়ে গিয়েছেন। তাঁদের দাবি, এমন আরও খোলামেলা ছবি দিন ব্রাজিলিয় মডেল।
4/10
যদিও জানা যায়নি, কোর্টেজের আর্জির ব্যাপারে কী ভাবছেন মেসি।
5/10
এমনকী তারপরই নাকি এই মডেল সমুদ্রতটে টপলেস হয়েছিলেন। বিকিনি পরে চলে গিয়েছিলেন সমুদ্রের তীরে।
6/10
এহেন গুঞ্জন শোনা গিয়েছিল যে, মেসির স্ত্রী নাকি তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিয়েছেন কোর্টেজকে।
7/10
তিনি লিখেছেন, চলে যেও না লিও। কাম অন বার্সা।
8/10
প্রথম ছবির ক্যাপশনে লিখেছেন, আর্জেন্তিনার এই জিনিয়াস খেলেন আমার বার্সেলোনার হয়ে। ও সত্ গুণের মানুষ, বিনয়ী, ভদ্র, যে গুণগুলি ব্রাজিল টিমের অনেকের মধ্যেই পাওয়া যায় না।
9/10
সুন্দরী কোর্টেজ এফসি বার্সেলোনার ভক্ত। তিনি মেসির মন গলাতে ইনস্টাগ্রামে বেশ কিছু হট ছবি দিয়েছেন নিজের। সেইসঙ্গে মেসিকে আর্জি, যাতে তিনি ফের আর্জেন্তিনার হয়ে মাঠে নামেন।
10/10
ব্রাজিলের নামী মডেল। নাম সুজি কোর্টেজ। তিনি আসরে নেমেছেন লিওয়েন মেসিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত বদলে রাজি করাতে। এজন্য অভিনব ঢঙে আর্জি জানিয়েছেন তিনি।