এক্সপ্লোর
আপনার আজকের দিনটি কেমন
1/12

ভুল বোঝাবুঝির জন্য পারিবারিক বিবাদ হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। মাত্রাছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি থেকে সাবধান। সম্পত্তির ব্যাপারে কোনও চাপ আসতে পারে। কর্মে অন্য দিনের তুলনায় আজ চাপ একটু বেশি হতে পারে।
2/12

বিশেষ উচ্চ কিছু কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ হাত থেকে চলে যেতে পার। চিকিৎসা সংক্রান্ত কাজে সারা দিন ব্যস্ত থাকতে হবে। ব্যবসায় কোনও নতুন চিন্তা ভাবনা আসতে পারে। পিতারমাতার সঙ্গে কোনও ছোট বিবাদ বাড়তে পারে। বন্ধুর সঙ্গে দূরে ভ্রমণের আলোচনা। ব্যবসায় দারুন অর্থ প্রাপ্তি যোগ আছে। নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। আকাশপথে ভ্রমণ না করাই ভাল হবে।
Published at : 09 Nov 2018 08:05 AM (IST)
View More






















