এক্সপ্লোর
পড়াশোনার নিয়ে চাপে পড়তে পারেন মীন রাশির জাতকেরা, কী বলছে আপনার রাশিফল?
1/12

স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের জন্য অন্যকে প্রভাবিত করতে পারবেন। সকাল থেকে দুপুরের দিকে ব্যবসা ভাল হবে। মনের ইচ্ছা পূর্ণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পড়াশোনার জন্য চাপ বাড়তে পারে। আপনার দ্বারা আজ কোনও ভুল কাজ হতে পারে। আজ পথেঘাটে একটু সাবধানে চলাচল করা দরকার, বিশেষ করে জলপথে। ব্যবসায় অর্থ আসতে পারে।
2/12

প্রেমে প্রচুর সাফল্য থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি। আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে। বাবাকে নিয়ে চিন্তা বাড়বে। প্রতিযোগিতায় জয় আসতে পারে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে।
Published at : 10 Mar 2020 06:53 AM (IST)
Tags :
Daily HoroscopeView More






















