এক্সপ্লোর
বেশি উদারতা দেখানো থেকে সাবধান ‘মিথুন’ জাতকরা, কর্মস্থলে উন্নতির সুযোগ ‘সিংহ’-দের -- আপনার রাশি কী বলছে? জেনে নিন দৈনিক রাশিফল
1/12

শরীরে কোনও কষ্টের কারণে ব্যবসার দিকে সময় নষ্ট। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির সময়। ব্যবসার দিকে কোনও বিবাদ থেকে সাবধান থাকা দরকার। বাহিরের লোকের জন্য খরচ বাড়তে পারে। ভাল ব্যবসার সুযোগ কাজে লাগান। আজ মনের মত আয় হবে না। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। সাধুসেবার জন্য মনের শান্তি বাড়তে পারে।
2/12

ব্যবসার দিকে অশান্তি বাড়তে পারে। দূরের কোনও প্রেমিকার খবর আসবে। কাজের দিকে অশান্তি বৃদ্ধি। চাকুরীর স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসার দিকে মহাজনের সঙ্গে তর্ক। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। প্রেমের ব্যাপারে মান বৃদ্ধি।
Published at : 19 Mar 2020 06:17 AM (IST)
View More






















