থাইল্যান্ড। প্রতি বছর এখানে আসেন প্রায় তিন কোটি পর্যটক। এখানকার ফুকেত ও পাটায়া তট বিশ্ববিখ্যাত।
2/6
শ্রীলঙ্কা। সুন্দর সুন্দর সমুদ্র তট ও পাহাড়ের দেশ। ঐতিহাসিক স্থল, অ্যানিম্যাল সাফারি, আর অশেষ প্রাকৃতিক সৌন্দর্য- এই গ্রীষ্মে লেগে পড়তে পারেন ছোট্ট এই প্রতিবেশী দেশের সৌন্দর্য সন্ধানে।
3/6
দুবাই। বুর্জ আল আরব আর কৃত্রিম দ্বীপ দ্য ওয়ার্ল্ড এখানকার বিখ্যাত পর্যটন কেন্দ্র। সকালে ঘুরুন শহরে, দুপুরে মরুভূমি সাফারি আর রাতে দুর্দান্ত নৈশভোজ। আর কী চাই?
4/6
পুরী। ওড়িশার এই তট নিয়ে বাঙালিকে নতুন করে কিছু বলার নেই। যেমন সুন্দর, তেমন পরিচ্ছন্ন। লুপ্তপ্রায় অলিভ রিডলে প্রজাতির কচ্ছপেরও দেখা মেলে এখানে। আর রয়েছে জগন্নাথদেবের মন্দির।
5/6
কোভালম। কেরলের এই তট তার অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত। নীচু নীচু ঢেউ আছড়ে পড়া কোভালম বাচ্চাদের পক্ষে অত্যন্ত নিরাপদ। সঙ্গে রয়েছে সমুদ্র থেকে উড়ে আসা উথালপাথাল হাওয়া।
6/6
হাঁসফাঁস গরম থেকে বাঁচতে কটা দিনের জন্য ঘুরে আসছেন অনেকেই। চলুন না, সমুদ্রে যাই। কেরল থেকে শ্রীলঙ্কা- হাতের কাছে আছে অসামান্য সব সমুদ্রতট। দেখুন সে সবেরই এক ঝলক।