অজয়ের ৬ সিটার ব্যক্তিগত জাহাজ রয়েছে। সঞ্জয় দত্ত ও সলমন খানকে তিনি বলিউডে তাঁর সবথেকে ঘনিষ্ঠ বন্ধু বলে জানিয়েছেন।
2/10
করণ অর্জুন ছবিতে সলমন খানের চরিত্রটি প্রথমে অফার করা হয় অজয়কে। কিন্তু তিনি রাজি হননি। এছাড়া ডর-এ শাহরুখ খানের চরিত্রও তাঁর কাছে আগে আসে। তখনও মানা করে দেন তিনি।
3/10
করণ অর্জুন ছবিতে সলমন খানের চরিত্রটি প্রথমে অফার করা হয় অজয়কে। কিন্তু তিনি রাজি হননি। এছাড়া ডর-এ শাহরুখ খানের চরিত্রও তাঁর কাছে আগে আসে। তখনও মানা করে দেন তিনি।
4/10
দিলীপ কুমারের সঙ্গে ছবি করতে চান অজয়। দিলীপের সঙ্গে দেখা করে এ ব্যাপারে কথাও বলেন তিনি। কিন্তু এখনও তাঁর এই ইচ্ছা পূর্ণ হয়নি।
5/10
অজয় অপছন্দ করেন সাক্ষাৎকার দিতে, নাচ ও পার্টি করতে। বাচ্চাদের সঙ্গে খেলাধুলো, বাইক চালানো তাঁর বেজায় পছন্দের।
6/10
তাঁর আসল নাম বিশাল দেবগণ, নিজে নাম পাল্টে করেন অজয়। বাড়ির লোক তাঁকে ডাকেন রাজু বলে।
7/10
তাঁর আসল নাম বিশাল দেবগণ, নিজে নাম পাল্টে করেন অজয়। বাড়ির লোক তাঁকে ডাকেন রাজু বলে।
8/10
নানা ধরনের চরিত্র করতে অভ্যস্ত অজয়। অ্যাকশন থেকে কমেডি- সবেতেই তিনি স্বচ্ছন্দ। জখম ও দ্য লেজেন্ড অফ ভগত সিংহ ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। আবার দিওয়ানগি-তে ভিলেনের ভূমিকায় অভিনয় করে পেয়েছেন ফিল্মফেয়ার। ২০১৬-য় সম্মানিত হয়েছেন পদ্মশ্রী-তে।
9/10
১৯৯১-এ ফুল অউর কাঁটে ছবি দিয়ে বলিউডে আসেন অজয়। ছবিটি সুপারহিট হয়, সেরা নবাগতর ফিল্পফেয়ার পুরস্কার পান তিনি। জিগর, দিলওয়ালে, সুহাগ, নাজায়েজ, সিংহম, দৃশ্যম, গোলমাল, গোলমাল রিটার্নস-এর মত বহু ছবি করেছেন তিনি।