এক্সপ্লোর
রাঘবের সঙ্গে জন্মদিন কাটাচ্ছেন 'সাত ভাই চম্পা'-র পারুল! দেখুন ছবি
1/12

জন্মদিন ভালো কাটবে, জানালেন উচ্ছসিত প্রমিতা।
2/12

পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশ পছন্দ করেন প্রমিতা। তাই জন্মদিনের শুরুটাও ছিল পরিবারের সঙ্গেই।
3/12

আজ ‘সাত ভাই চম্পা’-র ‘পারুল’ ওরফে প্রমিতা চক্রবর্তীর জন্মদিন। টেলি জগতের বেশ পরিচিত মুখ প্রমিতা। তাঁর ভক্তের সংখ্যাও নেহাত কম নয়।
4/12

প্রমিতার জন্মদিন ভরে উঠছে ফুল, কেক, উপহার, মোমবাতির আলোর শুভেচ্ছায়।
5/12

রাঘবের সঙ্গে প্রথমবার জন্মদিন কাটাবেন পারুল। তাই রয়েছে বিশেষ পরিকল্পনা, জানালেন প্রমিতা।
6/12

প্রমিতা এবিপি আনন্দকে জানান, প্রেমিকের সঙ্গে নৈশাহারের পরিকল্পনা রয়েছে তাঁর।
7/12

তবে দিনের শেষে বিশেষ প্ল্যান রয়েছে নায়িকার।
8/12

জন্মদিনের সকালেই প্রমিতা জানান, আজ বাড়িতে পরিবারের সঙ্গেই কাটাবেন প্রমিতা।
9/12

কাজের সূত্রেই প্রমিতার সঙ্গে আলাপ রুদ্রজিতের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের কথা সামনে আনেন প্রমিতা রুদ্রজিৎ। মাঝে মঝ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন একসঙ্গে কাটানো সময়ের ছবিও। একসঙ্গে ভ্যালেন্টাইন’স ডে ও পালন করেন তাঁরা। প্রেমিকের সঙ্গে এই প্রথম জন্মদিন তাঁর।
10/12

আর প্রমিতার দ্বিতীয় কেক? সেই কেক প্রমিতা কাটলেন প্রেমিকের সঙ্গে। আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি প্রেমে পড়েছেন পারুল। আর তার মনের মানুষ আর কেউ নয়, সাত ভাই চম্পায় তাঁরই বিপরীতে থাকা রাঘবেন্দ্র ওরফে রুদ্রজিৎ মুখোপাধ্যায়।
11/12

প্রমিতার জন্মদিনে বাড়িতে আনা হয়েছিল দুটো কেক। একটা কেক প্রমিতা কাটলেন মা-বাবার সঙ্গে। মা-বাবার মাঝে বসে ছবিও পোস্ট করেন বার্থ ডে গার্ল প্রমিতা।
12/12

নিজের বাড়িতেই জন্মদিনের প্রথম উদযাপনটা সেরে ফেললেন নায়িকা। আরও কী কী প্ল্যান আজ সারাদিনের? ভাগ করে নিলেন এবিপি আনন্দের সঙ্গে।
Published at : 20 Feb 2020 12:46 PM (IST)
View More























