উল্লেখ্য, জিও ট্রিপল ক্যাশব্যাক অফার চালু করেছিল। এতে ১৫ জানুয়ারি পর্যন্ত রিচার্জের ৩৯৯ বা তার বেশি টাকার রিচার্জের ক্ষেত্রে এই অফার দেওয়া হয়েছিল। এতে ৩৯৯ টাকার রিচার্জে ৩৩০০ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হয়েছিল।
2/6
মোবাইলে ডেটা যুদ্ধ অব্যাহত। রিলায়েন্স জিও-র ট্রিপল ক্যাশব্যাক অফারকে টক্কর দিতে আইডিয়া সেলুলারও নিয়ে এল এমনই ক্যাশব্যাক অফার। এতে ৩৯৮ টাকা তা তার বেশি টাকার রিচার্জে পাওয়া যাবে ৩,৩০০ টাকার ক্যাশব্যাক। আইডিয়া এই অফারের নাম দিয়েছে ম্যাজিক ক্যাশব্যাক।
3/6
এই ক্যাশব্যাক কোম্পানি ডিসকাউন্ট ভাউচারের মাধ্যমে দেবে। এই ভাউচার এক বছর পর্যন্ত রিচার্জের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এই রিচার্জ আইডিয়া অ্যাপের মাধ্যমে করলে অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এই অফারের মাধ্যমে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রিচার্জ করা যাবে।
4/6
শুধুমাত্র অনলাইন রিচার্জেই এই অফার মিলবে। আইডিয়া-গ্রাহকরা ৩৯৮ টাকা বা তার বেশি টাকার রিচার্জ করলে ৫০ টাকার আটটি ভাউচার পাওয়া যাবে। ওই ভাউচারগুলি গ্রাহকরা ৩০০ বা তার বেশি টাকার রিচার্জে ব্যবহার করতে পারবেন।
5/6
এই আটটি কুপন ছাড়াও প্রিপেড গ্রাহকরা পাঁচটি শপিং কুপন মিলবে। ওই কুপন গুলির ২৭০০ টাকার। চুম্বক, ক্রোমা, ইবে, পিপারফ্রাই, পিটার ইংল্যান্ডের মতো পার্টনার স্টোরগুলিতে কেনাকাটায় এই ভাউচারের সুবিধা মিলবে।
6/6
আইডিয়ায় ৩৯৮ টাকার রিচার্জে আনলিমিডেট ভয়েস কল, প্রতিদিন ১ জিবি করে ডেটা ও প্রতিদিন ১০০ টি এসএমএসের সুবিধা রয়েছে। এর বৈধতা ৭০ দিনের।