এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
প্রয়াত ইরফান, হাসপাতালেই ভেঙে পড়েছিলেন স্ত্রী সুতপা, দেখুন ছবি
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/05/01223610/pjimage-8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/10
![ইরফানের মৃত্যুর পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করলেন তাঁর স্ত্রী সুতপা শিকদার। বৃহস্পতিবার সন্ধে ৬টা নাগাদ নিজের ফেসবুক প্রোফাইলের ছবি বদলে দেন সুতপা। সঙ্গে তিনি লিখেছেন 'আমি হারিনি! সব দিক দিয়ে লাভ করেছি।' ছবিতে ইরফানকে জড়িয়ে ধরে রয়েছেন সুতপা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/05/01222423/Sutapa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইরফানের মৃত্যুর পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করলেন তাঁর স্ত্রী সুতপা শিকদার। বৃহস্পতিবার সন্ধে ৬টা নাগাদ নিজের ফেসবুক প্রোফাইলের ছবি বদলে দেন সুতপা। সঙ্গে তিনি লিখেছেন 'আমি হারিনি! সব দিক দিয়ে লাভ করেছি।' ছবিতে ইরফানকে জড়িয়ে ধরে রয়েছেন সুতপা।
2/10
![ইরফান যখন অসুস্থ, তাঁকে বাঁচাতে প্রাণপণ লড়াই করেছেন সুতপা। বিদেশে ক্যানসারের চিকিৎসার শেষে দেশে ফেরার পরও ইরফান বলেছিলেন, তিনি সুতপার জন্য বাঁচতে চান। শেষরক্ষা করতে পারেননি সুতপা। তবুও তাঁর উপলব্ধি, জয় হয়েছে তাঁদের ভালবাসার।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/05/01222347/sutapa-6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইরফান যখন অসুস্থ, তাঁকে বাঁচাতে প্রাণপণ লড়াই করেছেন সুতপা। বিদেশে ক্যানসারের চিকিৎসার শেষে দেশে ফেরার পরও ইরফান বলেছিলেন, তিনি সুতপার জন্য বাঁচতে চান। শেষরক্ষা করতে পারেননি সুতপা। তবুও তাঁর উপলব্ধি, জয় হয়েছে তাঁদের ভালবাসার।
3/10
![ইরফান যখন টেলিভিশনে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছেন, সুতপা তার আগেই বলিউডে রীতিমতো প্রতিষ্ঠিত 'খামোশি' ছবির সংলাপ লিখে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/05/01222341/sutapa-5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইরফান যখন টেলিভিশনে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছেন, সুতপা তার আগেই বলিউডে রীতিমতো প্রতিষ্ঠিত 'খামোশি' ছবির সংলাপ লিখে।
4/10
![সুতপা একসময়ে জানিয়েছেন যে, বিয়ে নিয়ে তাঁর কোনও আলাদা উচ্ছ্বাস ছিল না। ইরফানও মনে করতেন না, সম্পর্ককে পরিণতি দিতেই হবে। ১৯৯৫ সালে তাঁরা সাত পাকে বাঁধা পড়েন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/05/01222332/sutapa-4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সুতপা একসময়ে জানিয়েছেন যে, বিয়ে নিয়ে তাঁর কোনও আলাদা উচ্ছ্বাস ছিল না। ইরফানও মনে করতেন না, সম্পর্ককে পরিণতি দিতেই হবে। ১৯৯৫ সালে তাঁরা সাত পাকে বাঁধা পড়েন।
5/10
![প্রগতি ময়দানের শকুন্তলম থিয়েটারে দু' জনে সিনেমা দেখতে যেতেন। সিনেমা দেখার পর হেঁটে ফিরতেন ইরফান সুতপা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/05/01222324/sutapa-3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রগতি ময়দানের শকুন্তলম থিয়েটারে দু' জনে সিনেমা দেখতে যেতেন। সিনেমা দেখার পর হেঁটে ফিরতেন ইরফান সুতপা।
6/10
![সুতপা বাঙালি। কলকাতায় এলেই ইরফান বলতেন, 'বাঙালিরা ঘুরে ফিরে আমার জীবনে চলেই আসেন'। সুতপার সঙ্গে ইরফানের পরিচয় ন্যাশনাল স্কুল অফ ড্রামায়। বন্ধুত্ব ক্রমশ পরিণত হয় প্রেমে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/05/01222315/sutapa-3-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সুতপা বাঙালি। কলকাতায় এলেই ইরফান বলতেন, 'বাঙালিরা ঘুরে ফিরে আমার জীবনে চলেই আসেন'। সুতপার সঙ্গে ইরফানের পরিচয় ন্যাশনাল স্কুল অফ ড্রামায়। বন্ধুত্ব ক্রমশ পরিণত হয় প্রেমে।
7/10
![২০১৮ সালে এক টুইটার পোস্টে এই অভিনেতা জানান যে, তিনি এনডোক্রাইন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। এটি এমন এক ধরণের রোগ যেটি রক্তে হরমোনের সরবরাহকে বাধাগ্রস্থ করে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/05/01222306/sutapa-2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৮ সালে এক টুইটার পোস্টে এই অভিনেতা জানান যে, তিনি এনডোক্রাইন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। এটি এমন এক ধরণের রোগ যেটি রক্তে হরমোনের সরবরাহকে বাধাগ্রস্থ করে।
8/10
![মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। কোলোনে সংক্রমণের কারণে তাঁকে আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/05/01222258/sutapa-2-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। কোলোনে সংক্রমণের কারণে তাঁকে আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
9/10
![মুখে মাস্ক পড়া ইরফানের স্ত্রী সুতপার ছবি সামনে এস। হাসপাতালেই শোকে ভেঙে পড়েছেন তিনি। বুধবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/05/01222246/sutapa-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মুখে মাস্ক পড়া ইরফানের স্ত্রী সুতপার ছবি সামনে এস। হাসপাতালেই শোকে ভেঙে পড়েছেন তিনি। বুধবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
10/10
![সদ্য প্রয়াত হয়েছেন স্বামী ইরফান খান। দেখুন হাসপাতালেই ভেঙে পড়লেন স্ত্রী সুতপা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/05/01222234/pjimage-8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সদ্য প্রয়াত হয়েছেন স্বামী ইরফান খান। দেখুন হাসপাতালেই ভেঙে পড়লেন স্ত্রী সুতপা।
Published at : 01 May 2020 05:12 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)