এক্সপ্লোর
রাহুল গাঁধীর প্রতি তাঁর দুর্বলতা ছিল, সাক্ষাৎকারে জানান করিনা কপূর, পরে অস্বীকার
1/5

তবে ২০০৯ সালে এই বয়ান থেকে সরে আসেন করিনা। রাহুলের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ও তো অনেক পুরনো কথা। আমি ও কথা বলেছিলাম, কারণ আমাদের দুজনেরই বিখ্যাত পদবি। আমি কোনও একদিন ওঁকে নিমন্ত্রণ করতে চাইব। ওঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইব। তবে ডেট করতে চাইব না কখনও।
2/5

রাঁদেভু উইথ সিমি গারওয়ালে করিনাকে বলা হয়, এমন একজনের নাম করতে যাঁর সঙ্গে তিনি ডেটে যেতে চান। করিনা বলেন, আমি বলে দেব? জানি না, আমার বলা উচিত কিনা, এটা বিতর্কিত বিষয়, রাহুল গাঁধী... ওঁকে জানতে বুঝতে আমার কোনও সমস্যা হয় না। আমি ওঁর ছবি দেখেছি, ভেবেছি, ওঁকে জানতে, বুঝতে কেমন লাগবে। আমি ফিল্মি পরিবারের মেয়ে, উনি রাজনৈতিক পরিবারের। হয়তো আমাদের মধ্যে দারুণ কথাবার্তা হবে।
Published at : 01 Oct 2018 12:25 PM (IST)
View More






















