এক্সপ্লোর
সলমনকে বিয়ে কবে, কী বললেন ইউলিয়া শুনব
1/5

বিয়ে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন, আমরা যা ভাবব, যেভাবে পরিকল্পনা করব, সবকিছুই যে সেই নিয়মে হবে, তেমন কোনও নিশ্চয়তা নেই। তবে জীবন যে ভাবে তাঁকে চমক দেবে, তিনি সেটা মেনে নিতে ও মানিয়ে নিতে প্রস্তুত।
2/5

সলমন তাঁর খুব ভাল বন্ধু। অভিনেতা তাঁকে কেরিয়ারে এগোতে নানা ভাবে সাহায্যও করেছে। হিন্দি গাওয়ার উত্সাহ দিয়েছেন সলমন। এতদিন পর্যন্ত যা হয়েছে সবকিছুই ছিল তাঁর কাছে বড় চমক। তাই বিয়ে নিয়ে তিনি এখন আর আলাদা ভাবে ভাবেন না। কারণ, তিনি নিজেই জানেন না জীবন তাঁকে কোথায় নিয়ে যাবে।
Published at : 17 Jan 2018 12:04 PM (IST)
View More






















