বিয়ে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন, আমরা যা ভাবব, যেভাবে পরিকল্পনা করব, সবকিছুই যে সেই নিয়মে হবে, তেমন কোনও নিশ্চয়তা নেই। তবে জীবন যে ভাবে তাঁকে চমক দেবে, তিনি সেটা মেনে নিতে ও মানিয়ে নিতে প্রস্তুত।
2/5
সলমন তাঁর খুব ভাল বন্ধু। অভিনেতা তাঁকে কেরিয়ারে এগোতে নানা ভাবে সাহায্যও করেছে। হিন্দি গাওয়ার উত্সাহ দিয়েছেন সলমন। এতদিন পর্যন্ত যা হয়েছে সবকিছুই ছিল তাঁর কাছে বড় চমক। তাই বিয়ে নিয়ে তিনি এখন আর আলাদা ভাবে ভাবেন না। কারণ, তিনি নিজেই জানেন না জীবন তাঁকে কোথায় নিয়ে যাবে।
3/5
ইউলিয়া তাঁর এবং সলমনের কথা বলতে গিয়ে বলেন, ভারতে এসে কাজ করা, বলিউডে গান গাওয়া, এগুলো কোনও কিছুই তাঁর পরিকল্পনার মধ্যে ছিল না। কিন্তু সবই কোনও না কোনও ভাবে হয়ে গিয়েছে।
4/5
এপ্রসঙ্গে সলমন যেমন কোনওদিন মুখ খোলেননি সোজাসুজি, ইউলিয়া কিন্তু অনেক বেশি ঠোঁটকাটা। তিনি জানালেন সলমনকে বিয়ে এবং তাঁদের সম্পর্কের ভবিষ্যত প্রসঙ্গে
5/5
সলমন খান ও তাঁর বর্তমান প্রেমিকা ইউলিয়া ভান্তুর ও ভাইজানের সম্পর্ক, তাঁদের বিয়ে কবে হতে পারে, সে নিয়ে বিস্তর জল্পনা হয়েছে সংবাদমাধ্যমে