প্রফুল পটেল বলেছেন, মেঘনা একজন অভিনেত্রী। দক্ষিণ ভারতীয় ছবি সহ বিভিন্ন সিনেমায় তিনি অভিনয় করেছেন। এখন তিনি এনসিপি-তে যোগ দিলেন। মেঘনার দলে যোগদান নিয়ে বিতর্ক কিছু দেখছেন না এনসিপি-র গুজরাত শাখার সভাপতি। তিনি বলেছেন, এর আগে মোদীর হয়ে প্রচার করলেও মেঘনার এনসিপি-তে যোগদান নিয়ে আপত্তির কিছুই নেই। একদল থেকে আর এক দলে যোগদান তো নতুন কিছু নয়।
2/4
গুজরাতের বিধানসভা নির্বাচনে ভদোদরা আসনে মেঘনাকে দলের প্রার্থী করতে পারে এনসিপি।
3/4
কিন্তু এবার মেঘনা কংগ্রেসের সহযোগী দল এনসিপি-তে যোগ দিলেন। এনসিপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল পটেল তাঁকে দলে স্বাগত জানিয়েছেন।
4/4
২০১৪-র লোকসভা নির্বাচনের সময় বিজেপির সমর্থনে টপলেস ফটোশ্যুট করে শোরগোল ফেলেছিলেন মডেল তথা অভিনেত্রী মেঘনা পটেল।