এক্সপ্লোর
এখনকার ব্যাটসম্যানদের মধ্যে কাকে বল করা সবচেয়ে কঠিন, বেছে নিলেন পাক পেসার আমির
1/8

সফল জিম্বাবোয়ে সফরের পর আমির এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্টের সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
2/8

এই পাক বাঁহাতি বোলারের সর্বকালের সেরা ব্যাটসম্যান ক্যারিবিয়ান কিংবদন্তী ব্রায়ান লারা। বাঁহাতি ব্যাটসম্যান লারাকে বোলিং করার সুযোগ না পাওয়ায় আক্ষেপ রয়েছে আমিরের। তিনি বলেছেন, লারাকে বল করার সুযোগ পেলে স্বপ্ন পূরণ হত। আমার কাছে তিনি তাঁর সময়ের সেরা ব্যাটসম্যান ছিলেন।
3/8

একটি সাক্ষাত্কারে আমির বলেছেন, স্টিভ স্মিথকেই বল করাটা তাঁর কাছে সবচেয়ে কঠিন।
4/8

বিরাটকে এর আগে বলতে শোনা গিয়েছে যে, তিনি যেসব বোলারদের মুখোমুখি হয়েছেন, তাঁদের মধ্যে আমির খেলাই সবচেয়ে কঠিন। কিন্তু আমির বিরাটকে বল করাটা সবচেয়ে কঠিন বলে মনে করেন না।
5/8

পাকিস্তানি ফাস্ট বোলার মহম্মদ আমির অবশ্য বিরাটকে ব্যাটসম্যান হিসেবে সবার আগে রাখতে রাজি নন।
6/8

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে বিরাট যত রান করেছেন, তার ধারেকাছে নেই দুই দলেরই কোনও ব্যাটসম্যান। প্রায় সব ব্যাটসম্যানই মুভিং বল সামলাতে সমস্যায় পড়েছেন। প্রথম ইনিংসে তাঁর ১৪৯ রান বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের মুগ্ধ করেছে। অনেকেই বলছেন, সাম্প্রতিক সময়ের সবচেয়ে সেরা ইনিংস এটিই।
7/8

আইসিসি র্যা ঙ্কিংয়ে প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথকে সরিয়ে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে পয়লা নম্বরে উঠে এসেছেন বিরাট। তাঁর রেটিং পয়েন্ট রেকর্ড ৯৩৪।
8/8

আইসিসি টেস্ট র্যা ঙ্কিংয়ে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রেটিং পয়েন্ট পেয়েছেন বিরাট কোহলি। বার্মিহামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুরন্ত সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করেন বিরাট।
Published at : 07 Aug 2018 01:34 PM (IST)
Tags :
Mohammad AmirView More























