এক্সপ্লোর
আইসিসি র্যাঙ্কিং নিয়ে ভারত ও কোহলিকে নিয়ে পাক সমর্থকদের নিম্নরুচির ঠাট্টা-তামাশা
1/6

উল্লেখ্য, এ ধরনেরই একটি রসিকতা গত বছর বাংলাদেশের সমর্থককা করেছিল। ভারতের একদিনের দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কাটামুণ্ডুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।
2/6

এই নিম্নরুচির রসিকতার প্রতিবাদ করেছেন এক ভারতীয়ও। তিনি লিখেছেন, আরে, ভিখারি, যখন এদিকে-ওদিকে কোনও টিম জেতে বা হারে, তখন তোমরা প্রথম বার এক নম্বর হয়েছে। আর এরপরই ভিখারির মতো কথাবার্তা শুরু করে দিয়েছ।
Published at : 26 Aug 2016 09:23 AM (IST)
View More






















