জোনাস ব্রাদার্স-এর তথ্যচিত্র চেজিং হ্যাপিনেস-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হল লস অ্যাঞ্জেলসে। তাতে যোগ দেয় গোটা জোনাস পরিবার। ছিলেন বাবা পল কেভিন জোনাস, মা ডেনিস মিলার জোনাস ও তিন ভাই নিক, জো এবং কেভিন তাঁদের স্ত্রী যথাক্রমে প্রিয়ঙ্কা চোপড়া, সোফি টার্নার ও ড্যানিয়েল জোনাসের সঙ্গে।