সঞ্জয় জানিয়েছেন, সুনীল দত্ত হাসপাতালে থাকাকালীন জানান, তাঁর ইচ্ছে, তাঁর শ্রাদ্ধ যেন সম্পন্ন করা হয় বারাণসীতে। তাই তাঁদের পরিবারের কাছে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3/6
ভূমি ছবিতে সঞ্জয়ের সহ অভিনেত্রী অদিতি রাও হায়দারিও যোগ দেন অনুষ্ঠানে।
4/6
৮ জন ব্রাহ্মণ যোগ দেন পুজোয়। সঞ্জয়কে পিণ্ডদানে সাহায্য করেন তাঁরা।
5/6
চার্টার্ড প্লেন ভাড়া করে সঞ্জয় আসেন এই শহরে। রানি ঘাটে পালন করেন গোটা অনুষ্ঠান। নবরাত্রির আগে ১৫ দিন ধরে চলা এই সময়কে পবিত্র বলে গণ্য করা হয়।
6/6
গতকাল বারাণসীতে প্রয়াত বাবা মা সুনীল ও নার্গিস দত্তের শ্রাদ্ধানুষ্ঠান করলেন সঞ্জয় দত্ত।