রিয়েল লাইফে তাঁর রোমান্স চলবে স্ত্রী মালাইকার সঙ্গে। সব ছবি-সোলারিজ ইমেজ
2/10
তার মধ্যেই শোনা যাচ্ছে, রিল লাইফে সানি লিওনের সঙ্গে রোমান্স করবেন আরবাজ।
3/10
তার মানে আবার আরবাজ-মালাইকাকে হাসি হাসি মুখে দেখা যাবে।
4/10
তাঁকে নাকি দুজনে বুঝিয়েছেন, আরবাজকে ছেড়ে দিও না। বরং যা হয়েছে, ভুলে গিয়ে নতুন করে শুরু করো। জীবন তো একটাই।
5/10
তারপরই মন গলেছে মালাইকার।
6/10
মালাইকাকে নাকি বুঝিয়েছেন তাঁর বোন অমৃতা ও তাঁদের মা।
7/10
শোনা যাচ্ছে, মালাইকা তালাকের পর পদবী থেকে ‘খান’ ছেঁটে ফেলবেন। তবে একটি সূত্রে এমনও শোনা যাচ্ছে যে, আরবাজ ও মালাইকা নাকি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন। মুম্বই মিরর-এর খবর, আপস করতে রাজি হয়েছেন মালাইকা। তিনি আরবাজ ও তাঁর পরিবারের সঙ্গেই থাকবেন।
8/10
দুজনেই মিডিয়াকে অনুরোধ করেছেন, বিচ্ছেদ হলেও আগামী দিনে আমাদের পরস্পরের প্রতি কী মনোভাব হবে, সেটা আমাদেরই ঠিক করতে দিন। আমাদের একটু সময় দিন। রেহাই দিন। তাহলে কৃতজ্ঞ থাকব।
9/10
আরবাজ-মালাইকার বিচ্ছেদের খবর নিয়ে সরগরম ছিল বলিউড। দুজনেই বিবৃতি দিয়ে বিচ্ছেদের খবর স্বীকার করেছেন।
10/10
সানি লিওন, আরবাজ খানের আগামী ফিল্মের ছবি এগুলি। ছবির নাম—তেরা ইনতেজার।