সোশ্যাল মিডিয়ায় এসেছে নতুন এই ছবি। তবে সত্যি কিনা এখনও জানা যায়নি। ছবিতে দেখা যাচ্ছে, করিনা ও সন্তানের ওপর ঝুঁকে সেফ। সম্ভবত করিনার কপালে চুমু খাচ্ছেন তিনি।
3/12
4/12
মনে হয়, আগের ছবিটি মিথ্যে নয়, কারণ ওই ছবিতেও সবুজ টিশার্ট পরে রয়েছেন সেফ।
5/12
(ছবি: মানব মঙ্গলানি)
6/12
সেফ-করিনার প্রথম সন্তান তৈমুর আলি খান পতৌদি।
7/12
মঙ্গলবার সকালে মা হয়েছেন করিনা কপূর। খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
8/12
এটি আসল না নকল, তা এখনও অবশ্য স্পষ্ট নয়। তবে অসংখ্য শেয়ার হয়েছে ছবিটি।
9/12
এই হল বেবি তৈমুর। ক্যামেরার দিকে চেয়ে উজ্জ্বল করিনা!
10/12
মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ছবিটি। যদিও পরে জানা যায়, এটি নকল।
11/12
করিনা ও তৈমুরকে দেখতে হাসপাতালের সামনে আত্মীয় পরিজনদের ভিড়।