বিশ্বের বিভিন্ন দেশে হরেক প্রকারের রীতি-সংস্কৃতি দেখতে পাওয়া যায়। নীচে দেখানো হল এমন কিছু অন্ত্যেষ্টির ধরন, যা শুনে আপনি তাজ্জব বনে যাবেন।
2/5
অন্যদিকে, ইন্দোনেশিয়াতে মৃত ব্যক্তিকে মমি করে রাখা হয়। তারপর বিশেষ অনুষ্ঠানে তা বের করে দেহতে নতুন কাপড় পরানো হয়। এমনকী, তাঁরা ওই মৃত ব্যক্তির সঙ্গে জীবীতদের মতোই ব্যবহার করেন।
3/5
তাইওয়ানে অন্তিম সৎকারে নর্তকীদের ডাকা হয়। তাদের বিশ্বাস, এতে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়।
4/5
তিব্বতে আবার অন্য পরম্পরা রয়েছে। সেখানে মৃত ব্যক্তির দেহকে চিল-শকুনের খাওয়ার জন্য রেখে দেওয়া হয়।
5/5
আমাজনের গভীর জঙ্গলে বসবাস করা ইয়ানোমামী উপজাতির রীতি বহির্বিশ্বের চেয়ে একেবারে আলাদা। এই উপজাতির নিয়মানুসারে, মৃত ব্যক্তির দেহকে জঙ্গলে রেখে দেওয়া হয় পোকমাকড়ের খাবারের জন্য। এখানে শেষ নয়। এরপর ৪০-৫০ দিন পর, সেই দেহকে বের করে উপজাতির বাকি সদস্যরা খান।