এক্সপ্লোর
আনন্দ আপডেট
chandrababu naidu, live news & BJP
Ananda Sakal (07.06.24) :'INDIA' জোটে এবার কি 'সমান্তরাল' সমীকরণ তৈরির চেষ্টা চলছে?
Episode Description
ABP Ananda Live: একদিকে এনডিএ শিবিরে সরকার গড়ার তৎপরতা, আরেকদিকে ইন্ডিয়া শিবিরে জল মেপে এগোনোর তোড়জোড়। এর মধ্য়েই কি 'INDIA' জোটে এবার 'সমান্তরাল' সমীকরণ তৈরির চেষ্টা চলছে? 'INDIA' জোটের মধ্যেই কি তৈরি হচ্ছে আরও একটি জোট? জল্পনা বাড়াল 'INDIA' জোটের শরিকদের সঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের একের পর এক পৃথক বৈঠক। গতকাল প্রথমে দিল্লিতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন অভিষেক। এরপর আম আদমি পার্টির অন্য়তম শীর্ষ নেতা ও সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বৈঠকে বসেন তিনি। দিল্লি থেকে মুম্বই গিয়ে উদ্ধব ঠাকরের বাসভবনে পৌঁছে তাঁর সঙ্গেও বৈঠক করেন অভিষেক।
আরও দেখুন
Advertisement






















