Daily Shironaam : এবিভিপির যাদবপুর বাঁচাও মিছিল ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে এগোল মিছিল
Episode Description
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
এবিভিপির যাদবপুর বাঁচাও মিছিল ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে এগোল মিছিল। আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী।
সেনার আদলে পোশাক পরে সটান যাদবপুর ক্যাম্পাসে ! নিরাপত্তা নিয়ে পড়সড় প্রশ্ন। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের। তলব ডিন অব স্টুডেন্টসকে। নোটিস অস্থায়ী উপাচার্যকে।
ছাত্র মৃত্যুর পর ১৫ দিন পার, কোথায় সিসিটিভি? কবে বসবে, তা নিয়ে কিছুই বলতে পারছেন না রেজিস্ট্রার। চাঁদে ক্যামেরা, যাদবপুরে নেই! কটাক্ষ সুকান্তর।
র্যা গিং রুখতে ইসরোর উন্নত প্রযুক্তি ব্যবহার নিয়ে ভাবনা রাজ্যপালের। কী করে বহিরাগতদের চিহ্নিত করবে ইসরো প্রযুক্তি, বুঝতে পারছি না, জানালেন অস্থায়ী উপাচার্য।
যাদবপুর নিয়ে আজ ফের ৬ পড়ুয়াকে তলব পুলিশের। ছাত্রমৃত্যুর প্রতিবাদে ফের পথে বিজেপি। দুপুরে যাদবপুর বাঁচাও মিছিল। মিছিল এবিভিপি-রও।
মোবাইল ফোন, হার্ড ডিস্কের পর এবার লিপস অ্যান্ড বাউন্ডস তদন্তে ১৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডি-র নজরে। এর মধ্যে আছে সংস্থার নিজস্ব ও ডিরেক্টরদের অ্যাকাউন্ট। খতিয়ে দেখা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট।
মিজোরামে বাংলার ২৪ জন শ্রমিকের মৃত্যুর ঘটনা। মালদায় গেলেন রাজ্যপাল। কথা বললেন মৃত-আহতদের আত্মীয়দের সঙ্গে। আলাদা করে আর্থিক সাহায্যের ভাবনা রাজভবনের।
ইডির নজরে এবার কল সেন্টার প্রতারণা চক্রের কিংপিন কুণাল গুপ্তা। থাকতে পারে প্রভাবশাল যোগও, সন্দেহ ইডি-র। আদালতের দেওয়া রক্ষাকবচ তুলে নিতে হাইকোর্টেই আবেদনের পথে তদন্তকারী সংস্থা।
হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি। দেওয়া হল যুবা এক্সপ্রেসের সাধারণ কামরা। বেশি পয়সা নিয়ে কেন সাধারণ কোচ? হাওড়ায় তুমুল যাত্রী বিক্ষোভ। মিলবে বন্দে পরিষেবাই, আশ্বাস রেলের।
চন্দ্রপৃষ্ঠে রোভারের নামার ভিডিও দিল ইসরো। দোসরা সেপ্টেম্বর শ্রীহরিকোটা থেকে সূর্যের দিকে আদিত্য এল ওয়ান ওড়ার ঘোষণাও। পরীক্ষা করা হবে সূর্ষের করোনা, পৃষ্ঠদেশ।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।






















