ডেইলি শিরোনাম : Daily Shironam : জম্মু বিস্ফোরণে পাক যোগ, সীমান্ত পেরিয়ে বায়ুসেনা স্টেশনের কাছে এসেছিল জঙ্গি, সঙ্গে আরও খবর : ABP Live Podcast 27 June, 2021
Episode Description
আপনারা শুনছেন এবিপি লাইভ পডকাস্ট।
জম্মু বিস্ফোরণে পাক যোগ। সীমান্ত পেরিয়ে বায়ুসেনা স্টেশনের কাছে এসেছিল জঙ্গি। পাকিস্তান নয়, ড্রোন ওড়ানো হয়েছিল কাছের এলাকা থেকে। নিশানা ছিল এমআই ১৭ কপ্টার, এয়ার ট্রাফিক কন্ট্রোল বিল্ডিং, অনুমান গোয়েন্দাদের।
ভ্যাকসিন চেয়ে সিরাম ইনস্টিটিউটকে মেল। সাড়া না মেলায় বাজার থেকে ভুয়ো ভ্যাকসিন কিনে দুটো শিবিরে টিকাকরণ। কেএমসির ডেপুটি ম্যানেজারের নামে খোলা হয় ভুয়ো মেল আইডি। জেরায় স্বীকারোক্তি দেবাঞ্জনের।
দেবাঞ্জনের প্রতারণার ফাঁদে পারিবারিক বন্ধু থেকে পরিচিতরাও। বোনের বান্ধবীর পরিবারকে ভুয়ো ক্যাম্প থেকে ভ্যাকসিন। সিনেমায় অভিনয়ের টোপ দিয়ে টোপ দিয়ে গৃহশিক্ষকের থেকে টাকা হাতানোর অভিযোগ।
জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।






















