West Bengal News: বাজল পঞ্চায়েত ভোটের দামামা। ৮ জুলাই এক দফাতেই হবে গ্রাম বাংলার ভোট। ১১ জুলাই গণনা
Episode Description
বাজল পঞ্চায়েত ভোটের দামামা। ৮ জুলাই এক দফাতেই হবে গ্রাম বাংলার ভোট। ১১ জুলাই গণনা।
কয়লাকাণ্ডে দ্বিতীয়বার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব ইডি-র। দুপুর সাড়ে ১২টার পরেই পৌঁছলেন সিজিও কমপ্লেক্সে। দিল্লি থেকে জিজ্ঞাসাবাদের জন্য এল স্পেশাল টিম। ৩ পাতার প্রশ্নমালা ধরে জিজ্ঞাসাবাদ, খবর সূত্রের।
এক বছর পর ঠিক অভিষেকের নবজোয়ারের সময় কেন ফের তলব রুজিরাকে? জনজোয়ারের সঙ্গে পাল্লা দিতে না পেরে? প্রশ্ন কুণালের। দুবাই কেন যাচ্ছিলেন, পালাতে নয় তো? পাল্টা প্রশ্ন লকেটের।
কোথায় যাচ্ছেন তৃণমূলকে আগে না জানালে, রাস্তায় আটকে যেতে পারেন। ইডি, সিবিআইকে হুঁশিয়ারি মদন মিত্রর। রাজনীতিতে ভেসে থাকতে প্রলাপ, পাল্টা সজল।
তৃণমূলে যোগ না দিলে সাংসদ থাকতে পারবেন না, রাজনীতি ছাড়তে হবে, অধীরকে হুঁশিয়ারি সৌগতর। সৌগতরা লাঞ্ছনা সয়ে রাজনীতি করেন, আমি করি মর্যাদার, পাল্টা অধীর।
কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যুতদন্তে সিটকে বাধা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। সিবিআই দিলে খুশি হবেন? রাজ্যের ভূমিকায় ক্ষোভপ্রকাশ বিচারপতি মান্থার। স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব
গরু পাচার মামলায় রাজ্যে ফের সক্রিয় সিবিআই। নজরে কেষ্ট মণ্ডলের সাম্রাজ্য। অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বোলপুরের কালিকাপুরের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর রুটিন স্বাস্থ্য পরীক্ষা। সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়া হল জোকার ইএসআইতে। ১৪ জুন ফের তাঁকে আদালতে পেশ করার কথা।
আজ ১২ ঘণ্টা বাংলা বন্ধের ডাক ২৫টি আদিবাসী সংগঠনের মিলিত মঞ্চর। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়ার বিভিন্ন জায়গায় অবরোধ, যান চলাচলে প্রভাব। রেল পরিষেবাকে ছাড়।
কয়লাপাচারকাণ্ডে আজ ইডি দফতরে অভিষেকের স্ত্রী রুজিরার হাজিরা। পুর-নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে প্রচুর নথি। হাইকোর্টে আজ রাজ্যের আর্জির শুনানি।
অবশেষে ভাঙল পার্টনারশিপ, হেডকে ফিরিয়ে ভারতকে দিনের প্রথম সাফল্য় এনে দিলেন সিরাজ। দিনের শুরুতে হেড ও স্মিথের ২৫১ রানের পার্টনারশিপ ভাঙতে বদ্ধপরিকর হয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া।






















