Daily Shironaam: বিশ্বরেকর্ড বিরাটের, সচিনকে টপকে ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক ৫০ শতরানের মালিক কিং কোহলি | ABP Ananda LIVE
Episode Description
বিশ্বরেকর্ড বিরাটের, সচিনকে টপকে ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক ৫০ শতরানের মালিক কিং কোহলি। সচিনের ঝুলিতে রয়েছে ৪৯ টি ওয়ান-ডে সেঞ্চুরি। আজ মাষ্টার ব্লাস্টারের সামনেই তাঁকে টপকালেন কিং কোহলি।
খাস কলকাতায় ফের থানায় পিটিয়ে মারার অভিযোগ। কাঠগড়ায় আমহার্স্ট স্ট্রিট থানা। প্রতিবাদে কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ। তদন্তের আশ্বাস পুলিশের। ওসি-কে ক্লোজ করার দাবি বিজেপির। ফোন জমা দিতে থানায় এসে অসুস্থ হয়ে মৃত্যু, দাবি পুলিশ সূত্রের।
মানিকতলায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন। সাট্টা-জুয়া, ক্রিকেট বেটিংয়ের আসর বসানোর প্রতিবাদ করায় খুনের অভিযোগ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু।
৫ মাসে ৪ বার। এবার উত্তরপ্রদেশের এটাওয়াতে দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে ভয়াবহ আগুন। পুড়ে ছাই ৩টি বগি।
রাজ্যে কিছু জায়গায় অপরাধের পরিবেশ। আইন আইনের পথে চলবে, রাজভবন কর্তব্য পালন করবে, জয়নগরকাণ্ডে কড়া বার্তা রাজ্যপালের। শীতঘুম খোঁচা তৃণমূলের।
ফের শাসকের রোষে নাটক? কল্যাণীর পর নবদ্বীপ। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে ব্যারিকেড নাটক বন্ধ করার অভিযোগ। নাটক করার অনুমোদনই নেই, পাল্টা পুরসভা
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তামান্না ভাটিয়া ও বিজয় বর্মা ? সম্প্রতি এমনই জল্পনা উস্কে দিলেন 'লাস্ট স্টোরিজ ২' দুইি অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ঝড়। কবে বিয়ে সারছেন তাঁরা?






















