Daily Shironaam: নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার ফের অভিষেককে সমন
পর্ব সম্পর্কিত
নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার ফের অভিষেককে সমন। আগামী সপ্তাহে মা-বাবাকেও তলব ইডির। হাইকোর্টের ভৎসনার পর তৎপর এজেন্সি।
জিজ্ঞাসাবাদের ২ সপ্তাহের মধ্যে ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব। ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধর্নার দিন সিজিওতে হাজিরার নির্দেশ। সকাল সাড়ে ১০টায় তলব।
অভিষেকের বাবা-মাকেও তলব ইডির। লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে অমিত ও লতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস। আগামী সপ্তাহে ২জনকেই সিজিও কমপ্লেক্সে তলব। খবর সূত্রের।
দিল্লিতে ধর্নার দিনই তলব। এটাই প্রমাণ করে কারা ভীত, সন্ত্রস্ত। পোস্ট অভিষেকের। এজেন্সির অপব্যবহারের অভিযোগ তৃণমূলের। পাল্টা বিজেপি। সেটিং তত্ত্ব সিপিএমের।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, ১০০ দিনের কাজের শ্রমিকদের নিয়ে শনিবার বিশেষ ট্রেনে দিল্লি রওনা তৃণমূলের। কাল থেকেই শহরে আসছেন বঞ্চিতরা। রাখা হবে নেতাজি ইন্ডোরে।
মানিক ভট্টাচার্যের মোবাইলে সুজয়কৃষ্ণর হোয়াটসঅ্যাপ। ২০১৮ থেকে যোগাযোগ। অস্বীকার কালীঘাটের কাকুর। তদন্তে অসহযোগিতার অভিযোগ। হাইকোর্টে রিপোর্ট ইডি-র।
ধূপগুড়ির বিধায়কের শপথ ঘিরে কাটল জট। শনিবার রাজভবনে বিকেল সাড়ে ৪টেয় শপথ পাঠ করাবেন রাজ্যপাল। উপস্থিত থাকবেন স্পিকার ও পরিষদীয়মন্ত্রী।
রাজভবনে পুলিশি নজরদারির অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রকে। রেসিডেন্সিয়াল এলাকা ও গ্রাউন্ড ফ্লোর থেকে পুলিশকে সরানোর নির্দেশ, খবর সূত্রের। দায়িত্ব নেবে সিআরপিএফ।
শাসকের দলদাস পুলিশ তো নজরদারি করবেই, খোঁচা শমীকের। বিজেপির পার্টি অফিসে গিয়ে বসুন রাজ্যপাল। রাজভবনের পদক্ষেপের পর প্রতিক্রিয়া শান্তনু সেনের।
বিজেপি সমর্থকের পরিবারকে গালিগালাজ। প্রতিবাদ করায় প্রতিবেশী প্রৌঢ়াকে পিটিয়ে খুনের অভিযোগ গাইঘাটায়। অভিযুক্ত তৃণমূল কর্মী। অভিযোগ অস্বীকার। জেলার যুব তৃণমূল সভাপতির বাড়ি ঘেরাও।
বিজেপি নেতার বাড়ির একাংশ বুলডোজার দিয়ে ভাঙার পর এবার তাঁকেই তৃণমূলে যোগ দেওয়ানোর জন্য় চাপ দেওয়ার অভিযোগ। রাজ্যপালকে নালিশ। মিথ্যা অভিযোগ, দাবি শাসক কাউন্সিলরের।
আধার-প্রতারণাকাণ্ডে উত্তর দিনাজপুরের পাশাপাশি ভিনরাজ্যের যোগ। কলকাতা গোয়েন্দা পুলিশের জালে আরও দুই। তথ্য ফাঁস রুখতে আধার-তথ্য গোপন রাখতে লালবাজারের চিঠি অর্থ সচিবকে।
ক্রমেই বাড়ছে ডেঙ্গি উদ্বেগ। ফের ১ আক্রান্তের মৃত্যু। সল্টলেকের দত্তাবাদের বাসিন্দার মৃত্যু, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ। পণ্ডিতিয়ায় ম্যালেরিয়ায় আক্রান্ত প্রৌঢ়ের মৃত্যু।
ডেঙ্গির পর এবার চিকুনগুনিয়া। ফের রাজ্যের বিরুদ্ধে আরও এক মশা-বাহিত রোগের তথ্য কেন্দ্রকে না দেওয়ার অভিযোগ ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজের।
পথ দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত জলপাইগুড়ির রাজগঞ্জ। স্কুটার আরোহীকে ধাক্কা বাসের। আগুন লাগাল উত্তেজিত জনতা। ছত্রভঙ্গ করল পুলিশ। গুরুতর আহত স্কুটার আরোহী ভর্তি হাসপাতালে।
২ পড়ুয়ার হত্যাকাণ্ড নিয়ে ফের উত্তাল মণিপুর। এখনও মেলেনি জোড়া দেহ। প্রতিবাদে বিক্ষোভ। তদন্তে সিবিআই। দোষীদের কড়া শাস্তির বার্তা মুখ্যমন্ত্রীর।
এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার পিস্তলের টিম ইভেন্টে সোনা সরবজ্যোৎ, শিবা, অর্জুনের। টেনিসে ডাবলস ফাইনালে উঠে রুপো নিশ্চিত করলেন সাকেত-রামকুমার। উশুতে রুপো রশিবাণীর।