Ghanta Khanek Sange Suman: কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। উৎসবের মধ্যেই রোগী ভোগান্তি?থ্রেট কালচারের শিকার সিনিয়ররা | ABP Ananda LIVE
Episode Description
Ghantakhanek Sange Suman: পুজোর আগেই ফের লাগাতার কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। এবার তোলা হল ১০ দফা দাবি। সুপ্রিম কোর্ট, CBI থেকে রাজ্য, নিশানায় এবার সকলেই। উৎসবের মরশুমেও হাসপাতালে-হাসপাতালে সেই রোগী ভোগান্তির ছবি? শুধু জুনিয়ররা নন, সিনিয়র ডাক্তারদেরও জীবন দুর্বিষহ করে দিচ্ছে 'থ্রেট কালচার'। এবিপি আনন্দে বিস্ফোরক একের পর এক সিনিয়র ডাক্তার। কোথাও সেলাইয়ের সুতোই নেই, কোথাও অমিল বেড। কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, বেহাল স্বাস্থ্য পরিকাঠামো, কোথায় যাবেন মানুষ?
আরও খবর..
কোচবিহারের পর এবার কলকাতা, ফের আক্রান্ত রাত দখলের আন্দোলনকারীরা। টালিগঞ্জের করুণাময়ীতে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আন্দোলনকারীদের । পুলিশের সামনেই রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। ১১৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রত্না শূরের নেতৃত্বে হামলার অভিযোগ।
হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের।
রাত দখল, ভোর দখলের পর এবার বিচারের দাবিতে মহামিছিল। বিচারের দাবিতে ৫৫দিন, জুনিয়র ডাক্তারদের ডাকে ধর্মতলায় মহাসমাবেশ।























