যুক্তি তক্কো পর্ব ১:সীমান্তে ভিড় বাংলাদেশির! বইছে কি উল্টোস্রোত?টানতে সংশোধনের রথ,BLO নিলেন চরম পথ!
Jukti Takko : সীমান্তে ভিড় বাংলাদেশির! বইছে কি উল্টোস্রোত? এদিকে, টানতে সংশোধনের রথ, BLO নিলেন চরম পথ! SIR-এর কাটাছেঁড়ায়, কোন পথে যায় বঙ্গ-ভোট?
মার্ক টোয়েন লিখেছিলেন, Truth is stranger than fiction! এখন দেখছি, কথাটা বড্ড বেশিরকম সত্যি। সোশাল মিডিয়ার এই যুগে নানা ঘটনার ওপর রঙ চড়িয়ে তৈরি হচ্ছে নিত্যনতুন রাজনৈতিক ন্যারেটিভ। তো ঘটনাটা কী? ঘটনাটা হল উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে প্রশাসনের সম্পূর্ণ জ্ঞাতসারে, দলে দলে 'ঘোষিত' বাংলাদেশি নাগরিকরা
ভিড় করছেন এবং BSF-এর কাছে দরবার করে বাংলাদেশে ফেরত যেতে চাইছেন। তাঁরা প্রকাশ্যে বলছেন, তাঁরা বেআইনিভাবে কাঞ্চনমূল্যের বিনিময়ে এদেশে এসেছিলেন, ভারতীয় পরিচয়পত্রও করিয়েছেন অনেকে, দু-একজন সরকারি প্রকল্পের সুবিধেও নিয়েছেন, এমনকী দু-একজন সরকারি সংস্থায় কাজও জুটিয়ে নিয়েছিলেন- সেটাও নির্ঘাত কাঞ্চনমূল্যের বিনিময়ে। কিন্তু ন্যারেটিভের আসল খেলা শুরু হল এইবারে। একদল সঙ্গেসঙ্গে বলতে লাগল, যে 'লক্ষ লক্ষ' বাংলাদেশি নাকি SIR শেষ হওয়ার আগেই ভেগে পড়ছেন। ব্যাস, ভোটার তালিকায় এবার একটুও জল থাকবে না, থাকবে শুধু 'খাঁটি দুগ্ধ।' আরেকদল তো আরও সরেশ। তাঁরা ভেবেচিন্তে-দেখেশুনে দাবি করলেন, না, এটাও 'সাজানো ঘটনা'। এমনিতে 'ছোট্ট ঘটনা' আর 'সাজানো ঘটনা'- শব্দগুলোর প্রতি তাঁদের তো পুরনো দুর্বলতাও আছে। তবে এসবের পাশাপাশি এই অনুষ্ঠানে অবশ্যই আসবে নির্বাচন কমিশনের ভূমিকার কথা--- যাদের পরিকল্পনাহীনতা, যাদের তরফে communication gap, এবং BLO-দের ওপর মারাত্মক চাপের কথা-- যার জন্য একটার পর একটা প্রাণও চলে যাচ্ছে বলে অভিযোগ। আর মনে রাখতে হবে, শুধু পশ্চিমবঙ্গে নয়, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্য়প্রদেশ, রাজস্থান আর কেরলেও SIR-এর আবহে প্রতিদিন BLO-দের অসুস্থতা আর মৃত্য়ুর খবর আসছে। আমাদের প্রশ্ন থাকবে, নির্বাচন কমিশন তাড়াহুড়ো করতে গিয়ে, 'জরুরি SIR'-টাকে, 'যন্ত্রণার SIR'-এ পরিণত করে ফেলছে না তো?
All Shows






























