Rakhi Bandhan 2024 : এ বছর কবে রাখী পূর্ণিমা ? কোন সময়ে ভাইয়ের হাতে রাখী বাঁধলে আর থাকবে না কোনও বিপদ ?
Rakhi Purnima 2024 : এই উৎসব শুধু ভাই-বোনের মধ্যেই নয়, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও সমাজের মানুষের মধ্যেও ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ দৃঢ় করার প্রয়াস।
কলকাতা : ভাই-বোনের অটুট বন্ধনের উৎসব রক্ষাবন্ধন। বাংলায় রাখী বন্ধন। বাঙালির কাছে রাখী সম্প্রীতির উদযাপন। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনটি ভাই - বোনের সম্পর্ককে নতুন করে মাত্রা দেওয়ার দিন। ভাই দ্বিতীয়ার মতোই এদিনও একে অপরকে রক্ষা করার শপথ নেয় ভাই বোনরা।
কবে রাখী বাঁধবেন
এই উৎসব শুধু ভাই-বোনের মধ্যেই নয়, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও সমাজের মানুষের মধ্যেও ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ দৃঢ় করার প্রয়াস। এ বছর রাখী পূর্ণিমা পড়েছে ১৯ অগাস্ট, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি পড়েছে এদিন। এই দিনটি এতটাই শুভ যে যে কোনও সময়ই কেউ কারও হাতে রাখীর ডোর বেঁধে দিতে পারেন। তবে দিনের মধ্যে একটি সময় রাখী বাঁধা এড়িয়ে চলাই ভাল। আসুন জেনে নেওয়া যাক এই বছর কখন উদযাপন করা হবে রাখী বন্ধন, কখনই বা সময়টা ভাল নয় ?
কখন সময়টা ভাল, কখন মন্দ
শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হবে রক্ষাবন্ধন অর্থাৎ ১৯ অগাস্ট। শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হবে ভোর ৩ টে ৪ মিনিটে। তিথি শেষ হচ্ছে ১৯ অগাস্ট মধ্যরাতে । শ্রাবণ পূর্ণিমা তিথির মধ্যে রাখী বাঁধার জন্য সব থেকে শুভ সময়টি হল, দুপুর ০১:৩০ থেকে রাত ০৯:০৭ । সব মিলিয়ে শুভ সময় পাওয়া যাচ্ছে ৭ ঘণ্টা ৩৭ মিনিট। সকাল ১০ টা ৫৩ থেকে দুপুর ১২ টা ৩৭ সময়টি রাখী বন্ধন এড়িয়ে চলাই ভাল।
রাখী নিয়ে নানারকম কাহিনি লোকের মুখে মুখে ফেরে। কিছু পৌরাণিক, কিছু মহাকাব্যিক, কিছু লোককথা, তবে একটি বিষয় মনে রাখতে হবে, যুগ যাই হোক না কেন, রাখী কিন্তু বরাবর বন্ধনের কথাই বলেছে। সেই বন্ধন ভাই-বোনের ভালবাসার হোক কিংবা নিরাপত্তার বা সম্প্রীতির। রাখী উৎসবের মাধ্যমে সেই সৌভ্রাতৃত্বের ভাবকেই বাংলার জন-গণ-মনে ছড়িয়ে দিতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ । সেই সম্প্রীতির ভাবনাকে সঙ্গে রেখেই চলুক রাখী পূর্ণিমার ট্র্যাডিশন।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন :