Hanukkah:মন্দির পুনরুদ্ধারের স্মৃতিকে শ্রদ্ধার্ঘ, ৮ দিন ধরে আলোর উৎসব চলে ইহুদিদের
Religion:'হানুকা'-র কথা শুনেছেন নিশ্চয়ই? ইহুদি ধর্মবিশ্বাসীদের কাছে আলোর উৎসব এটি।
নয়াদিল্লি: আর সপ্তাহখানেক, তার পরেই দীপাবলির আলোয় ভেসে যাবে প্রায় গোটা দেশ। আলোর এই উৎসবের জন্য এ দেশের বহু মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন। যদিও দীপাবলিই একমাত্র আলোর উৎসব নয়। যেমন? 'হানুকা'-র কথা শুনেছেন নিশ্চয়ই? ইহুদি ধর্মবিশ্বাসীদের কাছে আলোর উৎসব এটি।
ইহুদিদের আলোর উৎসব...
'হানুকা' বা Hanukkah শব্দটির হিব্রু ভাষায় অর্থ ডেডিকেশন বা নিবেদন। ইহুদিদের কাছে এই উৎসবটি 'ফিস্ট অফ ডেডিকেশন', 'ফেস্টিভ্যাল অফ লাইটস' এবং 'ফিস্ট অফ দ্য ম্যাকাবিজ' নামেও পরিচিত। এক নয়, ৮ দিন ধরে উদযাপন করা হয় এটি। এই সময়টায়, টানা ৮ দিন ধরে ইহুদি ধর্মবিশ্বাসীদের বাড়িতে টানা আলো জ্বলে। অল্প কথায় বলতে গেলে, এই উৎসব আসলে ইহুদিধর্মের মূল বিশ্বাসের উদ্দেশে আরও একবার শ্রদ্ধা নিবেদনের দিন। তবে এর সঙ্গে কিছু ঘটনা জড়িয়ে রয়েছে, অন্তত তেমনই বিশ্বাস ইহুদিদের।
বিশ্বাস...
সেলিউসিড বংশের রাজাকে হারিয়ে ম্যাকাবিয়ানদের জয়ের 'স্মৃতি' মনে করতেই 'হানুকা' উৎসব উদযাপন করেন ইহুদিরা। তাঁদের মতে, এই ম্যাকাবিয়ানরাই প্রথম, যাঁরা নিজেদের জীবন বাজি রেখে আপন ধর্মবিশ্বাসের জন্য লড়েছিলেন। তিন বছরের রক্তক্ষয়ী সংগ্রামের পর সেলিউসিড বংশের রাজা Antiochus-কে হারান ম্যাকাবিয়ানরা। ইহুদিদের মতে, Antiochus-সহ সেলিউসিড বংশের তরফে ম্যাকাবিয়ানদের ধর্মবিশ্বাস পাল্টানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু আপস করেননি ম্যাকাবিয়ানরা। Antiochus-র পরাজয়ের পর, জেরুজালেমের 'সেকেন্ড টেম্পল' পরিষ্কার করে মেরামতির কাজ করা হয়। সেই কাজ শেষ হলে নতুন ঐশ্বরিক বেদি স্থাপন করা হয় সেকেন্ড টেম্পলে। তার পর থেকেই ওই মন্দির পুনরুদ্ধার ও সংস্কারের বিষয়টি আট দিন ধরে উদযাপনের ধারা চলে আসছে। ইহুদিদের বিশ্বাস, খ্রিস্টপূর্ব ১৭৫-১৬৪ সাল নাগাদ ওই এলাকায় রাজত্ব ছিলAntiochus-র। তার পতনের পর থেকেই এই হানুকা উৎসবের ধারা চলে আসছে। ইহুদিদের কাছে এই উৎসবের বিপুল তাৎপর্য রয়েছে। গোটা ইজরায়েল এই সময় ঝলমল করে ওঠে। তবে শুধু ইজরায়েল নয়, ইহুদি ধর্মবিশ্বাসীদের প্রত্যেকেই এই উৎসবে সামিল হন। গত বছর মুম্বইয়েও 'হানুকা' উপলক্ষ্যে এমন ছবি দেখা গিয়েছিল। উৎসবের ৮টি দিনের প্রত্যেকটিতে ইহুদি ধর্মবিশ্বাসীর বাড়িতে ২৪ ঘণ্টা আলো জ্বলে।ইহুদিদের বিশ্বাস, এই দিনটিতেজেরুজালেমের পবিত্র মন্দির পুনর্দখল করেছিলেন তাঁরা। সেই প্রাচীন বিশ্বাসকে শ্রদ্ধা জানাতেই এই আলোর উৎসব, 'হানুকা'।