Elon Musk: মানব মস্তিষ্কে মাইক্রোচিপ বসিয়ে সাড়া ফেলেছেন এলন মাস্ক। গত মাসেই তিনি সমাজমাধ্যমে লিখেছিলেন মানবদেহে মাইক্রোচিক প্রতিস্থাপনের কাজ সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং যে ব্যক্তির মস্তিষ্কে সেই চিপ বসানো হয়েছে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এমনকি নিউরনের সাড়াও মিলেছিল তার দেহে। এবার সফলভাবে হাত ছাড়াই সম্পূর্ণ চিন্তাশক্তি দিয়ে মাউস নিয়ন্ত্রণ করলেন সেই ব্যক্তি। সফল হল কি এলন মাস্কের (Elon Musk) পরীক্ষা ? সোমবার এই সংবাদই জানান এলন মাস্ক এবং একই সঙ্গে উল্লেখ করেন সেই ব্যক্তি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠেছেন।


এক্স হ্যান্ডলে এলন মাস্ক (Elon Musk) লেখেন, 'সেই ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি খুব দ্রুত ঘটছে এবং খুব তাড়াতাড়ি তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। আমাদের অবগতির বাইরে তার শরীরে কোনরকম খারাপ প্রভাব পড়েনি। সেই ব্যক্তি খুব সহজে একটি মাউসকে পরিচালনা করতে পারছেন মাউস পয়েন্টার কে স্ক্রিনের বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারছেন শুধুমাত্র চিন্তা দিয়ে।'


এলন মাস্ক জানিয়েছেন, তার সংস্থা নিউরালিংক (Neuralink) এখন চেষ্টা করছে ঠিক কীভাবে সেই ব্যক্তির কাছ থেকে যত বেশি সংখ্যক মাউস বাটন ক্লিক আদায় করা যায়।


এই বছর জানুয়ারি মাসে এক্স হ্যান্ডেল এলন মাস্ক আরেকটি পোস্টে লিখেছিলেন, 'চিন্তা শক্তি দিয়েই এবার ফোন কম্পিউটার এমনকি আরো অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র নিয়ন্ত্রণ করা যাবে। যে সমস্ত ব্যক্তি তাদের অঙ্গসঞ্চালন ক্ষমতা হারিয়েছেন তারাই কেবল প্রথম এই প্রযুক্তির ব্যবহার করতে পারবেন। মনে করে দেখুন স্টিফেন হকিং এর কথা যিনি অত্যন্ত দ্রুতগতিতে একজন টাইপিং থেকেও খুব দ্রুত যোগাযোগ স্থাপন করতে পারেন চিন্তাশক্তি দিয়ে। আর সেটাই আমাদের লক্ষ্য।


এই যন্ত্রটি আসলে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এক ধরনের মাইক্রোচিপ (Micro Chip)। সেটি ব্যবহার করে পক্ষাঘাত থেকে অন্ধত্ব দূর করা, শারীরিকভাবে প্রতিবন্ধী যাঁরা, কম্পিউটার এবং মোবাইল প্রযুক্তির মাধ্যমে তাঁদের স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনাই লক্ষ্য মাস্কের সংস্থা নিউরালিঙ্কের। অনেকে এই প্রকল্পের নাম রেখেছেন মজা করে ব্রেন মেশিন। এর আগে বাঁদরের মস্তিষ্কে মাইক্রোচিপ বসানোর উদ্যোগ নিয়েছিল সুইজারল্যান্ডের একদল বিজ্ঞানী। এমনকী দুর্ঘটনাগ্রস্ত একজন মানুষের মস্তিষ্কে সেই চিপ বসিয়ে তাঁর চলাফেরার শক্তিও ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল বলে জানা গিয়েছে। এলন মাস্ক জানিয়েছেন, নিউরালিঙ্ক নিয়ে তাঁর আশা অনেক বেশি। মাইক্রোচিপ বসিয়ে ভবিষ্যতে ওবেসিটি, অটিজম, ডিপ্রেশন এমনকী স্কিৎজোফ্রেনিয়ার চিকিৎসা করাতেও উদ্যোগী হবে নিউরালিঙ্ক, জানিয়েছেন এলন মাস্ক


আরও পড়ুন: Viral Video: বিশাল বোয়িং বিমান আর তার ভিতরে বিলাসবহুল ভিলা ! রাশিয়ান যুবকের কাণ্ড দেখুন