NASA News: দ্রুত গতিতে ছুটে আসছে গ্রহাণু 2025 OT7, পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে আজই
Science News: মঙ্গলবার, ৫ অগাস্ট পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাওয়ার কথা 2025 OT7 গ্রহাণুটির।

নয়াদিল্লি: আজ পৃথিবীর গা ঘেঁষে বেরিযে যাবে একটি গ্রহাণু। আপাতত তেমন কোনও বিপদের ইঙ্গিত মেলেনি। তবে আকাশপথে নজরদারি চালাচ্ছেন বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত অস্বাভাবিক কিছু চোখে পড়েনি যদিও, তবে আচমকা কক্ষপথের পরিবর্তন ঘটলে, পৃথিবীতে তার কী প্রভাব পড়ে, তার উপরই নজর রাখা হয়েছে। ( NASA News)
মঙ্গলবার, ৫ অগাস্ট পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাওয়ার কথা 2025 OT7 গ্রহাণুটির। সেটির আয়তন প্রায় ১৭০ ফুট। ঘণ্টায় ৭৭ হাজার ৯৪২ কিলোমিটার গতিতে এগিয়ে চলেছে সেটি। তবে পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গেলেও, খুব কাছাকাছি অবস্থানেও পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির ৪৩ লক্ষ ৪৫ হাজার ২২৮ কিলোমিটার দূরত্ব বজায় থাকবে। (Science News)
৪৩ লক্ষ ৪৫ হাজার ২২৮ কিলোমিটার দূরত্ব পৃথিবী থেকে অনেক দূরে মনে হলেও, মহাকাশ বিজ্ঞানের দুনিয়ায় এই দূরত্বকে যথেষ্ট কাছাকাছিই মনে করা হয়। 2025 OT7 গ্রহাণুটি আসলে অ্যাটেন গ্রুপের। এই গোত্রের গ্রহাণু প্রায়শই পৃথিবীর কক্ষপথের উপর দিয়ে ছুটে বেরিয়ে যায়। তবে 2025 OT7 গ্রহাণুটি আপাতত পৃথিবীর জন্য বিপজ্জনক নয় বলেই মনে করা হচ্ছে। (Asteroid 2025 OT7)
আয়তনে ৮৫ মিটারের বেশি হলে, পৃথিবী থেকে দূরত্ব ৭৪ লক্ষ কিলোমিটারের মধ্যে হলে, সংশ্লিষ্ট গ্রহাণুকে পৃথিবীর জন্য বিপজ্জনক বলে মনে করা হয়। তবে সাধারণ ভাবে পৃথিবী থেকে নিরাপদ দূরত্বে থাকা গ্রহাণুর উপরও নজরদারি চালান বিজ্ঞানীরা। কারণ তাদের গতিপথে একচুল পরিবর্তনও যদি ঘটে, সেক্ষেত্রে পৃথিবীর উপর বিপদ নেমে আসতে পারে। ফলে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-সহ অন্য সংস্থাগুলি তাদের উপর নজরদারি চালায়।
পৃথিবীতে প্রাণের সৃষ্টির সঙ্গে এই গ্রহাণু এবং ধূমকেতুর যোগ দেখতে পান বিজ্ঞানীদের একাংশ। এমনকি গ্রহাণুর মাধ্য়মেই পৃথিবীতে জলের উপাদান এসে পৌঁছেছিল বলে মনে করেন অনেকে। তাই গ্রহাণু, ধূমকেতুর মতো মহাজাগতিক বস্তুগুলিকে গুরুত্ব দিয়ে দেখার পক্ষপাতী বিজ্ঞানীরা। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO-ও গ্রহাণু নিয়ে গবেষণায় আগ্রহী। ২০২৯ সালে Apophis নামের একটি গ্রহাণু পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে। NASA, ESA, JAXA-র সঙ্গে একযোগে ওই গ্রহাণুর উপর মহাকাশযান নামাতে আগ্রহী ISRO.
গ্রহাণুদের থেকে পৃথিবীকে বাঁচাতে মহাকাশ প্রতিরক্ষার উপরও জোর দেওয়া হচ্ছে গত কয়েক বছর ধরে। এর আগে ক্ষেপণাস্ত্র ছুড়ে একটি গ্রহাণুকে তার কক্ষপথ থেকে সরিয়ে দিতে সফল হয়েছিল NASA. সেই কারণে বিপজ্জনক না হলেও 2025 OT7 গ্রহাণুটির দিকে নজর রয়েছে সকলের। মহাজগতে কখন যে কী ঘটে যায়, তার ঠিক নেই। কিন্তু পৃথিবীর উপর যাতে বিপদ নেমে না আসে, তাই নিরন্তর মহাকাশে নজরদারি চালিয়ে যান বিজ্ঞানীরা। ছোটখাটো কোনও বস্তুই তাঁদের নজর এড়ায় না।





















