এক্সপ্লোর
রশিদের ১১ উইকেট, চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ২২৪ রানে হারিয়ে দিল আফগানিস্তান
নিজেদের তৃতীয় টেস্টে দ্বিতীয় জয় তুলে নিয়ে মহম্মদ নবিকে দুর্দান্ত বিদায়ী উপহার দিলেন রশিদরা।

ছবি সৌজন্যে ট্যুইটার
চট্টগ্রাম: দেশের মাটিতে লজ্জার হার বাংলাদেশের। চট্টগ্রাম টেস্টে ২২৪ রানে জিতে গেল আফগানিস্তান। বৃষ্টির জন্য পঞ্চম তথা শেষ দিন মাত্র ১৭.২ ওভার খেলা হয়। তার মধ্যেই বাংলাদেশের বাকি চার উইকেট তুলে নিলেন আফগানরা। অধিনায়ক রশিদ খান প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিলেন ৬ উইকেট। বাংলাদেশের হয়ে ম্যাচ বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই চালান শাকিব আল হাসান (৪৪) ও সৌম্য সরকার (১৫)। কিন্তু তাঁদের পক্ষে শেষপর্যন্ত আর হার বাঁচানো সম্ভব হয়নি। নিজেদের তৃতীয় টেস্টে দ্বিতীয় জয় তুলে নিয়ে মহম্মদ নবিকে দুর্দান্ত বিদায়ী উপহার দিলেন রশিদরা। গতকাল চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ছিল ৬ উইকেটে ১৩৬। আজ ১৩ বল হওয়ার পরেই বৃষ্টি নামে। ফলে কয়েকঘণ্টা নষ্ট হয়। একসময় মনে হচ্ছিল, বৃষ্টিই বাংলাদেশকে বাঁচিয়ে দেবে। কিন্তু বৃষ্টি থামার পর খেলার শুরু হতেই ম্যাচের রং বদলে যায়। প্রথম বলেই ফিরে যান শাকিব। এরপর সৌম্য লড়াই চালাচ্ছিলেন। কিন্তু উল্টোদিকে মেহিদি হাসান মিরাজ (১২) ছাড়া আর কারও সাহায্য পাননি তিনি। তাইজুল ইসলাম কোনও রান না করেই রশিদের বদলে এলবিডব্লু হয়ে যান। সৌম্যকেও ফেরান রশিদই। ১৭৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ম্যাচের সেরা হন আফগান অধিনায়ক।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















